ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

শক্তিশালী বিচার বিভাগ গঠনে বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন

repoter

প্রকাশিত: ০৪:৪৭:১১অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৪:৪৭:১১অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন

ছবি: প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ ই ইয়াও ওয়েন। সোমবার সকালে রাষ্ট্রদূতসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ে সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে প্রধান বিচারপতি চীনের রাষ্ট্রদূতকে জানান, বিপ্লবোত্তর বাংলাদেশে বিচার বিভাগ মানবাধিকার সুরক্ষায় সর্বোচ্চ অঙ্গীকারবদ্ধ। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা নিশ্চিত করতে গৃহীত প্রধান বিচারপতির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চীনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে তার দেশ সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি বিশেষ করে দুই দেশের বিচার ব্যবস্থার মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিচারকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চীনের রাষ্ট্রদূত প্রধান বিচারপতিকে অবহিত করেন যে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় চীন বাংলাদেশকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছে। এছাড়া সাম্প্রতিক আকস্মিক বন্যা মোকাবেলায় চীন থেকে বাংলাদেশে সহায়তা প্রদান করা হয়েছে।

প্রধান বিচারপতি চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে আইনের শাসন প্রতিষ্ঠায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দুই দেশের বিচার বিভাগের মধ্যে সম্পর্ক বাড়ানোর বিষয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গঠিত বিপ্লবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ বলে প্রধান বিচারপতি উল্লেখ করেন।

repoter