ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ ও মন্ত্রণালয়ের ব্যাখ্যা

repoter

প্রকাশিত: ০১:৩৪:৫০পূর্বাহ্ন, ০২ মার্চ ২০২৫

আপডেট: ০১:৩৪:৫০পূর্বাহ্ন, ০২ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গত শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় একাডেমির মহাপরিচালক (ডিজি) সৈয়দ জামিল আহমেদ পদত্যাগের ঘোষণা দেন। এরপর তিনি একটি বিবৃতি দেন, যার প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জামিল আহমেদের বিবৃতিতে সংস্কৃতি মন্ত্রণালয় ও অর্থ বিভাগ সম্পর্কে কিছু অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করা হয়েছে। এছাড়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক বক্তব্য রয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার (২ মার্চ) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গত শুক্রবার একাডেমির সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয় জানায়, জামিল আহমেদের অভিযোগের বেশিরভাগই অসত্য ও মনগড়া। বিশেষ করে ভিডিও নির্মাণের জন্য চিঠিপত্র ছাড়া টাকা প্রদানের জন্য চাপ প্রয়োগের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়ে জানায়, গত ২০-২১ ফেব্রুয়ারি প্যারিসের ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করে। এ সময় মাতৃভাষা দিবসের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশের অবদান তুলে ধরে একটি ১৫ মিনিটের ভিডিও উপস্থাপন করা হয়। ভিডিওটি নির্মাণের জন্য গত ২ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিকে একটি পত্র প্রেরণ করা হয়। উন্নত কারিগরি সহায়তা ও সুষ্ঠু সমন্বয়ের জন্য নির্মাতাকে অগ্রিম কিছু অর্থ প্রদানের অনুরোধ করা হলে একাডেমির মহাপরিচালক অসৌজন্যমূলক আচরণ করেন এবং বাজেট বরাদ্দ না দিলে অর্থ প্রদান করা হবে না বলে মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুরোধ নাকচ করেন। অথচ এর আগে সাধু মেলা আয়োজনের জন্য শুধু উপদেষ্টার মৌখিক কথায় প্রায় ৩৩ লাখ টাকার প্রোগ্রাম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ইউনেস্কোর প্রোগ্রাম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য উপদেষ্টা, ইউনেস্কো সদর দপ্তর, বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ভিডিও নির্মাতা ও শিল্পকলা একাডেমিকে সংযুক্ত করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। কিন্তু শিল্পকলা একাডেমির মহাপরিচালক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান।

শিল্পকলা একাডেমির কাজে সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপের অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, তারা একাডেমির কোনো কাজে হস্তক্ষেপ করেনি। বরং শিল্পকলার কাজকে উৎসাহিত করা হয়েছে। মন্ত্রণালয় উদাহরণ হিসেবে উল্লেখ করে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাউলদের প্রোগ্রাম নিয়ে সমস্যা সৃষ্টি হলে মন্ত্রণালয় শিল্পকলা একাডেমিকে সাধু মেলার সংখ্যা দ্বিগুণ করতে পরামর্শ দেয় এবং প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ করে। এছাড়া ‘রিমেম্বারিং জুলাই রেভুলিউশন’ নামে ৮ বিভাগে প্রোডাকশন ওরিয়েন্টেড ফিল্ম মেকিং ওয়ার্কশপ পরিচালনার জন্য শিল্পকলা একাডেমিকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়।

বাজেট বরাদ্দের বিষয়ে সৈয়দ জামিল আহমেদের অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, জুলাই বিপ্লবের পর শিল্পকলা একাডেমির নিয়মিত বাজেট বরাদ্দের বাইরেও সংস্কৃতি উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহে সাধু মেলা আয়োজন, জুলাই বিপ্লবের ওপর বিশেষ নাটক প্রযোজনা, মনীষী স্মৃতিমূলক অনুষ্ঠানসহ নানাবিধ অনুষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের মিটিংয়ে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিভিন্ন জেলার ভঙ্গুর শিল্পকলা একাডেমি ভবন মেরামত, সংস্কারসহ সর্বমোট ২০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়। অর্থ সচিব মিটিংয়ে জানান, অর্থনৈতিক মন্দা ও সীমাবদ্ধতার জন্য বাজেট কিছুটা কাটছাঁট করা হবে, তবে শিল্পকলা একাডেমির বিষয়ে আলাদা প্রকল্প গ্রহণ করা হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ বা প্রটোকলের তোয়াক্কা না করার অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, গত ১৯ ফেব্রুয়ারি একুশে পদক বিতরণ অনুষ্ঠানের চূড়ান্ত মহড়ায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও আবহ সংগীত পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মহড়ায় আসতে না দিয়ে মিটিংয়ের নামে আটকে রাখেন সৈয়দ জামিল আহমেদ। একই অনুষ্ঠানের পদক বিতরণে জাতীয় সংগীতে অংশগ্রহণকারী একজন সংগীতশিল্পীকে শুনানির নামে অংশ নিতে দেননি।

শিল্পকলা একাডেমির আইন অনুযায়ী প্রতি তিন মাস অন্তর একাডেমির সভা করার বিধান থাকা সত্ত্বেও পরিষদ সভার কার্যবিবরণী অনুমোদন করতে উপদেষ্টা ৫ সপ্তাহ সময় নেন বলে অভিযোগ করেছেন সৈয়দ জামিল আহমেদ। এ বিষয়ে মন্ত্রণালয় জানায়, শিল্পকলা একাডেমির ১২৫তম পরিষদ সভার কার্যবিবরণী অসম্পূর্ণ তথ্যসহ বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক ছিল বিধায় সংশোধন করে পাঠানোর জন্য শিল্পকলা একাডেমিকে চিঠি দেওয়া হয়। সংশোধিত কার্যবিবরণী মন্ত্রণালয়ে প্রেরণের পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয় তাদের ব্যাখ্যায় স্পষ্ট করে জানিয়েছে, শিল্পকলা একাডেমির কাজে তারা সার্বিক সহযোগিতা ও সমন্বয় করেছে এবং কোনো রকম হস্তক্ষেপের নজির নেই। সৈয়দ জামিল আহমেদের অভিযোগ অসত্য ও মনগড়া বলে মন্ত্রণালয় দাবি করেছে।

repoter