
ছবি: ছবি: সংগৃহীত
দেশের শিক্ষা খাতের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক এবং স্বল্প সময়ের মধ্যে এ খাতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন বা পুনর্গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা জানান, মাত্র তিন মাসের কাজ দিয়ে শিক্ষাব্যবস্থায় কোনো দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব নয়। এমনকি সংস্কার কমিশন গঠন করেও খুব বেশি লাভ হবে না বলে তিনি মত প্রকাশ করেন। তার ভাষায়, "শিক্ষাব্যবস্থা কোনো দেশের জন্য ক্ষতিগ্রস্ত হতে দীর্ঘ সময় লাগে। এটি একটি চক্র। যদি প্রাথমিক বিদ্যালয় খারাপ হয়, তবে মাধ্যমিকেও এর প্রভাব পড়বে। সেখান থেকে শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন শেষ করে শিক্ষকতায় যোগ দিলে সেই মানের প্রভাব পুনরায় শিক্ষাব্যবস্থায় ফিরে আসবে। এভাবেই ধাপে ধাপে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়ে।"
তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা প্রথম ক্ষতিগ্রস্ত হয় ১৯৭২ সালে। বঙ্গবন্ধুর আমলে শিক্ষামন্ত্রী ইউসুফ আলীর নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রতি তিনি ইঙ্গিত করেন। তার মতে, "তৎকালীন সময়ে দেশের ভালো কলেজগুলো, যেমন- বিএম কলেজ, ঢাকা কলেজ, মুরারীচাঁদ কলেজ এবং রাজশাহী কলেজকে ইউনিভার্সিটি কলেজ হিসেবে পরিণত করা হয়েছিল। এটি ছিল একটি বড় ধরনের ভুল সিদ্ধান্ত।"
ড. মাহমুদ এ সময় শিক্ষাব্যবস্থার দীর্ঘমেয়াদি পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এ খাতে সময়োপযোগী পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
repoter