ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:২২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত, পাসপোর্ট বাতিল বাংলাদেশের

repoter

প্রকাশিত: ১১:৫০:৩৮পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ১১:৫০:৩৮পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভারত সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রমবর্ধমান প্রত্যর্পণ চেষ্টার মাঝেই এমন পদক্ষেপ নিয়েছে ভারত। গণঅভ্যুত্থানের মুখে ২০২৩ সালের আগস্টে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বর্তমানে বিভিন্ন আইনি জটিলতার মধ্যে রয়েছেন।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে তার বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২২টি পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার পাসপোর্টও। তিনি আরও উল্লেখ করেন, গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্ট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সাড়া মেলেনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ করা হলেও এ বিষয়ে ভারত এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশ থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা সত্ত্বেও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ভিসার মেয়াদ সম্প্রতি বাড়িয়েছে। এই সিদ্ধান্তের পেছনে ভারত সরকারের উদ্দেশ্য হল ভারতে তার অবস্থানের সুবিধা নিশ্চিত করা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে সরাসরি সুনির্দিষ্ট কোনো আইন নেই, তবে ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে।

গত ৩ ডিসেম্বর হিন্দুস্তান টাইমস–এর আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য যে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, তাতে ভারত সরকারের সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ বাংলাদেশের সরকার এই বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে।

ভারত সরকারের এই সিদ্ধান্ত বাংলাদেশের সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বাংলাদেশের সাম্প্রতিক পদক্ষেপগুলোকে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ বজায় রাখার কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে ভারত সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিয়ে ভারতের বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে বাংলাদেশ সরকারের ক্রমাগত চাপ সত্ত্বেও তার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে।

repoter