ছবি: ছবি: সংগৃহীত
ঢাকা, ১৮ নভেম্বর: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৯৭১ সালের জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্ত রিপোর্ট দাখিলের জন্য এক মাসের সময় দিয়েছেন। একই সঙ্গে, এই মামলায় শেখ হাসিনা সরকারের মন্ত্রী-উপদেষ্টা, প্রতিমন্ত্রীসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এদিন প্রথম দিনের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি আদালতে বলেন, ‘জুলাই-আগস্টের হত্যাকাণ্ডসহ বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ সব অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। এ ঘটনায় যারা অভিযুক্ত, তারা সবাই ছিলেন তার সহযোগী।’
এছাড়া, সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীদের এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের শুরু থেকেই শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধে বিচারের দাবি জানিয়ে আসছিল।
এ মামলায় আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় নির্ধারণ করা হয়েছে, এবং বিচারের পরবর্তী পর্যায়ে আরো বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হবে।
repoter