
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশে এনে বিচার ব্যবস্থার মুখোমুখি করার উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ভারত সরকারকে একটি নোট ভারবাল পাঠানো হয়েছে।
এর আগে সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে একই বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ১৯৭১ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার মামলায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। এরপরই তাকে দেশে ফেরানোর জন্য আইনানুগ বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হয়।
গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে প্রসিকিউশন। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তার অবস্থান নিশ্চিত করা ও তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও জোরদার হয়েছে।
২০১৩ সাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি কার্যকর রয়েছে, যার আওতায় উভয় দেশ অপরাধীদের একে অপরের কাছে হস্তান্তর করতে পারে। এই চুক্তির আওতায়ই শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
repoter