ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৫৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

‘শাটডাউন তিতুমীর’: বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

repoter

প্রকাশিত: ০৮:২১:৩৫অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:২১:৩৫অপরাহ্ন , ২৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ‘শাটডাউন তিতুমীর’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘তিতুমীর ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্ম।

শিক্ষার্থীরা দাবি করেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে। পাশাপাশি ভিসি ও প্রোভিসি নিয়োগের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠনের আলটিমেটামও দিয়েছেন তারা। দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

গতকাল সোমবার রাতে ‘তিতুমীর ঐক্য’ প্ল্যাটফর্ম এক জরুরি সভা করে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে আজ সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসজুড়ে আন্দোলনে অংশ নিয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল হওয়ার পর থেকে এসব কলেজ অভিভাবকহীন অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা বলেন, "অধিভুক্তি বাতিলের ফলে আমাদের কলেজের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। তাই আমাদের দাবি, সরকারি তিতুমীর কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। আমরা আমাদের দাবিতে অনড় রয়েছি।"

উল্লেখ্য, এর আগে গত ৭ জানুয়ারি আন্দোলনের অংশ হিসেবে কলেজের প্রধান ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা। এতে তারা তাদের দীর্ঘদিনের দাবির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।

আন্দোলনের কারণে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই আন্দোলনের প্রতি সমর্থন জানালেও অনেকেই পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তবে আন্দোলনকারীরা বলেছেন, "এটি আমাদের অধিকার আদায়ের লড়াই। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।"

সরকারি তিতুমীর কলেজের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আন্দোলনের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

repoter