ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

রাজধানীর ২০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

repoter

প্রকাশিত: ০২:৪৫:৪৮অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

আপডেট: ০২:৪৫:৪৮অপরাহ্ন , ০৪ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর বাজার স্বাভাবিক রাখতে আগামী ১২ জানুয়ারি থেকে ঢাকা শহরের ২০টি নির্দিষ্ট পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রি শুরু করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের ঘোষণা দেন সংগঠনের নেতারা।

পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার জানান, আসন্ন রমজান উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার আওতায় ১২ জানুয়ারি থেকে এই উদ্যোগ শুরু হবে। প্রাথমিকভাবে ২০টি পয়েন্টে এই কার্যক্রম চালু করা হবে এবং পরবর্তীতে তা পর্যায়ক্রমে ১০০ পয়েন্টে সম্প্রসারিত করা হবে। এখানে সীমিত মুনাফায় ডিম, ফ্রোজেন মুরগি এবং অন্যান্য কৃষিজাত পণ্য বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংগঠনের সভাপতি আরও বলেন, এই কার্যক্রমকে সফল করতে দক্ষ ব্যক্তি ও উদ্যোক্তাদের যুক্ত করা হবে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা কৃষি খাত এবং ভোক্তা-উৎপাদকের স্বার্থ রক্ষায় কাজ করতে আগ্রহী। তিনি মনে করেন, তাদের উদ্যম এবং দক্ষতার মাধ্যমে এই উদ্যোগ আরও কার্যকর হবে। একই সঙ্গে, এটি দেশের কৃষি খাত এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

বাজার পরিস্থিতি নিয়ে সুমন হাওলাদার অভিযোগ করেন যে, করপোরেট কোম্পানিগুলো ফিড এবং মুরগির বাচ্চার মাধ্যমে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে। এর ফলে বাজারের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকায় ডিম এবং মুরগির দাম কমছে না। এই সিন্ডিকেট ভাঙতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে ফিডের দাম কমলেও দেশের বাজারে তার কোনো প্রভাব পড়েনি। এ কারণে মুরগির দাম বাড়ছে। তিনি সরকারের নীতি নির্ধারণী বৈঠকে প্রান্তিক খামারিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে প্রান্তিক খামারিরাও আশ্বাস দেন যে, তারা রমজানে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবেন। তাদের দাবি, রমজানে ডিম ও মুরগির দাম সহনীয় পর্যায়ে থাকবে। পোল্ট্রি অ্যাসোসিয়েশন জানিয়েছে, পর্যায়ক্রমে রাজধানীর ১০০টি পয়েন্টে ডিম ও মুরগি বিক্রির কার্যক্রম চালু করা হবে।

সংবাদ সম্মেলনে পোল্ট্রি অ্যাসোসিয়েশন দেশের চড়া মুরগির দামের জন্য করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটকেই দায়ী করে। তারা সিন্ডিকেট ভাঙতে এবং বাজারে স্বস্তি আনতে সরকারি হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে ডিম ও মুরগির বাজারে স্থিতিশীলতা আনতে একটি পোল্ট্রি বোর্ড গঠনসহ ১০ দফা দাবি পেশ করেন।

repoter