ঢাকা,  শনিবার
১৯ এপ্রিল ২০২৫ , ১১:১৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* রাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল, শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়ার ঘোষণা * এ্যানির আহ্বান, অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে * ক্ষমতা বদলের নয়, কাঠামোগত পরিবর্তনের জন্যই জুলাইয়ের গণঅভ্যুত্থান: এনসিপি আহ্বায়ক * বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ শুরু * নারী বৈষম্য দূরীকরণে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার * নির্বাচনের লক্ষ্যে আপাতত আন্দোলন স্থগিত: বিএনপি * খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত * বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বৈঠক: ১৫ বছর পর পুনঃশুরু সম্পর্কের নতুন দিগন্ত * তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ ফুলবাড়ীতে, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা * আওয়ামী লীগের মতো দলে সাকিবের যোগ দেওয়া ঠিক হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

রাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল, শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়ার ঘোষণা

repoter

প্রকাশিত: ০৬:২৩:৪৫অপরাহ্ন , ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ০৬:২৩:৪৫অপরাহ্ন , ১৯ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল এবং সঠিক উত্তর না থাকা প্রশ্ন দেখা গেছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের প্রশ্নপত্রে এ ত্রুটি লক্ষ্য করা যায়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ত্রুটিপূর্ণ প্রশ্নের জন্য কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন না এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর জন্য সবাই পূর্ণ নম্বর পাবেন।

এ বিষয়ে জানা গেছে, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় ৩ নম্বর সেটে কিছু প্রশ্নে ত্রুটি ছিল। সাধারণ জ্ঞান অংশে একটি প্রশ্নে ‘এমএনএ’ কোন দেশের বার্তা সংস্থা—এ প্রশ্নটি ছিল ভুল। এর উত্তরের অপশনগুলোর মধ্যে ছিল ‘নেপাল’, ‘মিয়ানমার’, ‘ভুটান’ ও ‘মালদ্বীপ’। তবে, এমএনএ আসলে ‘মিডল্যান্ড নিউজ অ্যাসোসিয়েশন’ নামে একটি সংবাদপত্র প্রকাশনা সংস্থা, যা ইংল্যান্ড ভিত্তিক। তবে, প্রশ্নে যদি ‘এমএনএ’ শব্দের জায়গায় ‘বিমান সংস্থা’ বলা হতো, তাহলে উত্তর হতে পারতো ‘মিয়ানমার’।

আরেকটি প্রশ্নে বাংলা অংশে ভুল বানান দেয়া হয়েছিল। প্রশ্নে ছিল ‘অমোঘ-মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হলো-’। তবে ‘অমোঘ’ শব্দের কোনো ধ্বনিগুচ্ছ নেই, সঠিক শব্দটি হবে ‘অঘোষ’। এই ভুলও পরীক্ষার প্রশ্নপত্রে ছিল। একই অংশে আরেকটি প্রশ্নে ‘দিলদরিয়া’ কোন ধরনের সমাস—এ প্রশ্নের সঠিক উত্তর ছিল ‘রূপক কর্মধারয় সমাস’, কিন্তু উত্তরপত্রের অপশনে তা ছিল না। একইভাবে, আরেকটি প্রশ্ন ছিল ‘আন্না’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কী? সঠিক সন্ধি বিচ্ছেদ ছিল ‘আর + না’, কিন্তু এটি অপশনে ছিল না।

এই ভুলগুলির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, “প্রশ্নপত্রে কিছু ভুল রয়েছে বলে শুনেছি, তবে সেগুলো এখনো দেখিনি। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। যেসব প্রশ্নে ভুল রয়েছে, সেগুলোর জন্য পূর্ণ নম্বর সুবিধা দেওয়া হবে। এটি মূলত প্রিন্টিংজনিত সমস্যার কারণে ঘটেছে।”

এছাড়া, সাধারণ জ্ঞান অংশে আরও কিছু প্রশ্ন ছিল, যা আলোচনার জন্ম দিয়েছে। এক প্রশ্নে ছিল, ‘শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম “উন্নত মম শির”-এর শিল্পী কে?’ এই প্রশ্নের উত্তর অপশনে ছিল ‘বীরেন সোম’, ‘কৌশিক সরকার’, ‘শহীদ কবির’, ‘চুনিলাল দেওয়ান’। আরেকটি প্রশ্ন ছিল, ‘কোন সময়কালকে জেনারেশন-জি (জেন-জি)-এর ব্যাপ্তি ধরা হয়?’ এর উত্তর অপশনে ছিল ‘১৯৬০-১৯৮০’, ‘১৯৯৭-২০১২’, ‘২০০১-২০২০’, ‘২০১০-২০২৪’। এছাড়া, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে দুটি প্রশ্নও ছিল, যার মধ্যে একটি প্রশ্ন ছিল, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে?’ এবং আরেকটি প্রশ্ন ছিল, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে?’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভুলগুলো প্রিন্টিংজনিত সমস্যা হতে পারে এবং ত্রুটিপূর্ণ প্রশ্নগুলোর জন্য শিক্ষার্থীদের কোনো প্রকার সমস্যা হবে না। তারা সব শিক্ষার্থীকে এই প্রশ্নগুলোর জন্য পূর্ণ নম্বর প্রদান করবে।

এছাড়া, ভর্তি পরীক্ষার সময়সূচি এবং সঠিক প্রশ্নপত্রের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

repoter