
ছবি: ছবি: সংগৃহীত
পিনাকী ভট্টাচার্যের সর্বশেষ উপন্যাস ফুলকুমারী এর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্যারিসের লো পারশঁ হোটেলের বলরুমে। উপন্যাসটি লেখকের শরণার্থী জীবনের অভিজ্ঞতা এবং কোভিড মহামারির সময়কার নির্বাসিত জীবনের উপর ভিত্তি করে রচিত। গল্পের প্রেক্ষাপট নির্মাণে লেখক একটি ইঁদুরের সাথে কল্পিত কথোপকথনের মাধ্যমে বাস্তবতার সঙ্গী করেছেন।
বইটি ইতোমধ্যেই আমাজনের দক্ষিণ এশীয় ক্যাটাগরিতে বেস্ট সেলার হিসেবে জায়গা করে নিয়েছে। এটি প্রকাশ করেছে প্যারিসভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস। অনুষ্ঠানে প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিংকিং (পিক্ট)-এর নির্বাহী পরিচালক এভ্রিম সালিম সাইয়ের এবং পিক্ট-এর সম্পাদক ডেভিড সালিম সাইয়ের উপস্থিত ছিলেন।
দুই ভাষায় পরিচালিত এই অনুষ্ঠানের বাংলা সেশনে সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মাহবুব হোসাইন, আর ইংরেজি সেশনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তরুণ এক্টিভিস্ট মানুচেহের শাফি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এক্টিভিস্ট মুহাম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা।
এভ্রিম সালিম সাইয়ের তার বক্তব্যে বলেন, পিনাকী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে আমাদের গবেষণা সংস্থায় কাজ করছেন এবং তার বই প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। বইটি ইতোমধ্যেই ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং ভবিষ্যতে আমরা পিনাকীর সাথে আরও কাজ করার পরিকল্পনা করছি।
ডেভিড সালিম সাইয়ের বইটির সম্পাদনার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, এটি প্রকাশনার শুরু থেকে শেষ পর্যন্ত একটি অনন্য যাত্রা ছিল। বিশেষ করে বাংলাদেশের গণঅভ্যুত্থান ও সামাজিক প্রেক্ষাপট বইটির ভাবনা ও কাহিনীকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার মতে, ফুলকুমারী শুধুমাত্র একটি উপন্যাস নয়, এটি একটি আত্মজীবনীমূলক কথাসাহিত্য যা পাঠকদের একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে।
লেখক পিনাকী ভট্টাচার্য তার বক্তব্যে বইয়ের একটি অংশ পাঠ করেন। এ সময় তিনি বাংলাদেশের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ফুলকুমারী-তে টেকনাফের এই ঘটনার বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি আরও যোগ করেন যে, বাংলাদেশি লেখকদের বৈশ্বিক পাঠক মহলে জায়গা করে নিতে ইংরেজিসহ অন্যান্য ভাষায় লেখালেখি করা উচিত। এর ফলে বাংলাদেশের সঙ্গে বিশ্বের সাংস্কৃতিক যোগাযোগ আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে এক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী এবং পিনাকী ভট্টাচার্যের স্ত্রী আনজুমান আরা বেগম বইটির ওপর আলোচনায় অংশ নেন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, ফ্রান্স ২৪-এর আরিফ উল্লাহ, কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা, গ্লোবাল সিকিউরিটি কনসালটেন্ট আনিসুর রহমান, ব্যবসায়ী শহিদুল ইসলাম, কবি বদিউজ্জামান জামান, এবং বিসিএফ প্রতিনিধি মোসাদ্দেক সাইফুল।
এছাড়া ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এবং ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ এবং ফুলকুমারী এর বিষয়ে আলোচনার মাধ্যমে পিনাকী ভট্টাচার্যের সৃজনশীল কাজ আন্তর্জাতিক পাঠকদের কাছে আরও পরিচিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
repoter