ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

পোশাক খাতে শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা

repoter

প্রকাশিত: ১০:০০:৩৭অপরাহ্ন , ০৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:০০:৩৭অপরাহ্ন , ০৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শ্রম মন্ত্রণালয় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, যেসব শ্রমিকের ডিসেম্বর মাসে বেতন বৃদ্ধি হওয়ার কথা, তারা ৯ শতাংশ বেতন বাড়তি পাবেন। অন্যদিকে, যাদের ইনক্রিমেন্ট ডিসেম্বরের বাইরে, তারা ৪ শতাংশ বাড়তি বেতন পাবেন। নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত এই বাড়তি মজুরি কার্যকর থাকবে।

সাখাওয়াত হোসেন আরও জানান, পোশাক খাতে শ্রমিকদের জন্য ৪ শতাংশ বাড়তি বেতন ঘোষণা করা হয়েছে, যা ৫ শতাংশ ন্যূনতম মজুরি বোর্ডের নিয়মিত ইনক্রিমেন্টের সঙ্গে মিলিয়ে মোট ৯ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত মালিক ও শ্রমিক পক্ষ একযোগে গ্রহণ করেছে।

এই বাড়তি বেতন ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে প্রদান করা হবে এবং নতুন মজুরি কাঠামো ঘোষণা না হওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।

শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন দেশের ভেতরে এবং বাইরে পোশাক খাতের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, "বিদেশী গণমাধ্যমে ক্রেতাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার উস্কানি দেওয়া হচ্ছে। শ্রমিকরা মাঝে মাঝে এসব উস্কানির শিকার হয় বা বুঝতে পারে না।"

শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান জানান, গত সেপ্টেম্বরে শ্রমমান উন্নয়নে গৃহীত ১৮ দফার ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি নির্ধারিত সময়ের চেয়ে ১৫ দিন বেশি সময় নিয়ে সুপারিশ জমা দেয়। সুপারিশে মজুরি বোর্ডের ৫ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে ৪ শতাংশ বাড়তি বেতন যুক্ত করার প্রস্তাব করা হয়, যা উভয় পক্ষ মেনে নিয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, পাঁচটি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রে পা দেবেন না।"

শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে এবং পোশাক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।

repoter