ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত

repoter

প্রকাশিত: ০২:৫৩:২৪পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৫

আপডেট: ০২:৫৩:২৪পূর্বাহ্ন, ০৮ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে আল আমিন (৩৬) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীরহাটের উত্তর তালমা এলাকায় ভারতের রাজগঞ্জের খালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে তিনি সহ ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারী দল ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করার সময় বিএসএফের সম্মুখীন হয়। বিএসএফ তাদের বাধা দিলে চোরাকারবারীদের সঙ্গে তাদের হাতাহাতি বাধে। একপর্যায়ে বিএসএফ গুলি চালালে আল আমিন ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ বিএসএফ তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়।

বিজিবি জানায়, আল আমিন বাংলাদেশি নাগরিক হলেও চোরাচালানের উদ্দেশে তিনি অধিকাংশ সময় ভারত সীমান্তের ভেতরে অবস্থান করতেন। তিনি বাংলাদেশি ও ভারতীয় চোরাকারবারীদের সঙ্গে যোগসাজশে গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার ভারতের ভাটপাড়া নামক স্থানে গরু পাচারের চেষ্টাকালে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

এ ঘটনার পর শনিবার সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭-এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। বৈঠকে বিজিবি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আল আমিনের মরদেহ ফেরতের দাবি জানায়।

স্থানীয় বাসিন্দারা জানান, আল আমিন দীর্ঘদিন ধরে গরু পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তার পরিবার এ ঘটনায় শোকাহত। তারা আল আমিনের মরদেহ ফেরত চেয়ে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, গত কয়েক মাসে পঞ্চগড় সীমান্তে গরু পাচারের ঘটনা বেড়েছে। চোরাকারবারীরা নিয়মিতভাবে ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে নিয়ে আসছে। এ ধরনের ঘটনা রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কড়া নিন্দা জানানো হয়েছে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইন enforcement agencies নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার পাশাপাশি চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

repoter