ছবি: ছবি: সংগৃহীত
চলতি অর্থবছরের পঞ্চম মাস নভেম্বরেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ মাসে প্রায় ২২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। তবে অক্টোবরে আসা ২৪০ কোটি ডলারের তুলনায় নভেম্বরে রেমিট্যান্স প্রবাহে ২০ কোটি ডলারের কমতি দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের ১ ডিসেম্বর প্রকাশিত তথ্যমতে, নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার পাঠিয়েছেন। প্রতিদিন গড়ে ৭ কোটি ৩৩ লাখ ডলারের বেশি এসেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে এসেছে ৮২ কোটি ৪২ লাখ ডলার, বিশেষায়িত কৃষি ব্যাংকে ১৪ কোটি ৫৮ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকে ১২২ কোটি ৩১ লাখ ডলার। তবে ৯টি ব্যাংক, যার মধ্যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, এবং বিদেশি হাবিব ব্যাংক উল্লেখযোগ্য, কোনো রেমিট্যান্স আনতে পারেনি।
প্রবাহের ধারাবাহিকতা এবং পরিসংখ্যান
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট রেমিট্যান্স এসেছে ১,১১৩ কোটি ৬৬ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ৩০ শতাংশ বেশি। মাসভিত্তিক হিসাবে, জুলাইয়ে ১৯১ কোটি, আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি এবং অক্টোবরে ২৪০ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।
২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ১০ দশমিক ৬৫ শতাংশ বেশি। দেশের ইতিহাসে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স ২০২০ সালের জুলাই মাসে এসেছিল, যা ছিল ২৬০ কোটি ডলার।
সাময়িক বাধা এবং উত্তরণ
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে দেশে রেমিট্যান্সে সাময়িক ছন্দপতন ঘটে। সহিংসতা, কারফিউ, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকা এবং প্রবাসীদের মধ্যে উৎকণ্ঠার কারণে ওই মাসে রেমিট্যান্স ১৯১ কোটি ডলারে নেমে আসে। তবে আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর রেমিট্যান্সের গতি পুনরায় বাড়ে।
বৈদেশিক মুদ্রার সংকট এবং পদক্ষেপ
দেশে বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক প্রবাসী আয় বৃদ্ধিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কোভিড মহামারির পর রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছালেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানি খরচ বেড়ে যাওয়ায় রিজার্ভ দ্রুত কমতে শুরু করে। এর প্রেক্ষিতে প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
নভেম্বরে সামান্য কমতি থাকলেও সামগ্রিকভাবে রেমিট্যান্স প্রবাহ দেশীয় অর্থনীতিকে চাঙ্গা রাখতে সহায়তা করছে। প্রবাসীদের এই ধারাবাহিক অবদান দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
repoter