ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:১০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

নীলফামারীর ডিসি ওএসডি হচ্ছেন

repoter

প্রকাশিত: ০৪:৪৬:০৮অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৪:৪৬:০৮অপরাহ্ন , ৩০ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি এবং সরকারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামানকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় যেকোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে বলে জানা গেছে।

গত ২৫ ডিসেম্বর ঢাকার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত এক প্রতিবাদ সভায় অনলাইনে যুক্ত হন নীলফামারীর ডিসি। ওই সভায় মোহাম্মদ নায়িরুজ্জামান সরকারের বিরুদ্ধে কিছু বক্তব্য দেন, যা চাকরিবিধি লঙ্ঘনের শামিল হিসেবে বিবেচিত হয়েছে। সরকারের সংশ্লিষ্ট মহল এসব বক্তব্যকে ‘আপত্তিকর’ বলে উল্লেখ করেছে এবং বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি।

মোহাম্মদ নায়িরুজ্জামান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময় তিনি পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে তাকে পদোন্নতি দিয়ে নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ হলো সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে দেওয়া তার বক্তব্য, যা চাকরিবিধি ও প্রটোকলের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনে শৃঙ্খলা বজায় রাখতে সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

repoter