ঢাকা,  শনিবার
১৯ এপ্রিল ২০২৫ , ১১:৫৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* রাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল, শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়ার ঘোষণা * এ্যানির আহ্বান, অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে * ক্ষমতা বদলের নয়, কাঠামোগত পরিবর্তনের জন্যই জুলাইয়ের গণঅভ্যুত্থান: এনসিপি আহ্বায়ক * বাংলাবান্ধা সীমান্তে দেশের সর্বোচ্চ ফ্ল্যাগস্ট্যান্ড নির্মাণ শুরু * নারী বৈষম্য দূরীকরণে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার * নির্বাচনের লক্ষ্যে আপাতত আন্দোলন স্থগিত: বিএনপি * খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত * বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বৈঠক: ১৫ বছর পর পুনঃশুরু সম্পর্কের নতুন দিগন্ত * তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ ফুলবাড়ীতে, ভোগান্তিতে সাধারণ ক্রেতারা * আওয়ামী লীগের মতো দলে সাকিবের যোগ দেওয়া ঠিক হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নারী বৈষম্য দূরীকরণে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

repoter

প্রকাশিত: ০৬:১২:৪৯অপরাহ্ন , ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ০৬:১২:৪৯অপরাহ্ন , ১৯ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত যেসব সুপারিশ তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য, সেগুলো দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের কাছ থেকে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের সময় এই নির্দেশনা দেন তিনি।

প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, “যেই সুপারিশগুলো আমরা এখনই বাস্তবায়ন করতে পারি, সেগুলো যেন আমাদের সরকারের মাধ্যমেই কার্যকর হয়। আমরা এমন একটি উদাহরণ স্থাপন করতে চাই যা বিশ্বের অন্যান্য দেশের জন্য অনুকরণীয় হয়ে দাঁড়াবে। পৃথিবীর মেয়েরা এই কাজের দিকে তাকিয়ে আছে। তারা এটাকে মূল্যায়ন করবে, অনুপ্রাণিত হবে এবং এর প্রভাব ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে।”

তিনি আরও বলেন, “এটা কেবল নারীর অধিকার নয়, এটা একটি সামগ্রিক সমাজিক দায়িত্ব। এই প্রতিবেদন শুধু অফিসে দলিল হিসেবে রেখে দিলে চলবে না, এটিকে মানুষের সামনে উন্মুক্ত করতে হবে। বই আকারে ছাপিয়ে ছড়িয়ে দিতে হবে, যেন এটি পাঠ্যবইয়ের মতো জ্ঞানবর্ধক ও সচেতনতা তৈরির উপাদান হিসেবে কাজ করতে পারে।”

প্রধান উপদেষ্টা জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর কাছেও উপস্থাপন করা হবে, যাতে একটি সর্বজনীন সম্মতির ভিত্তিতে এই সুপারিশগুলো ভবিষ্যতেও কার্যকর করা যায়।

নারীবিষয়ক সংস্কার কমিশনের চেয়ারপারসন শিরীন পারভিন হক বলেন, “আমরা এমন কিছু করতে চেয়েছি যা এই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। গত জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণে এবং শ্রদ্ধায় আমরা এই প্রতিবেদন প্রস্তুত করেছি। এটি যেন সমাজের সকল স্তরে নারীর অবস্থানকে শক্তিশালী করতে পারে।”

তিনি জানান, কমিশনের সুপারিশগুলো তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। কিছু সুপারিশ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারই বাস্তবায়ন করতে পারবে, কিছু সুপারিশ পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখা হয়েছে, আর কিছু সুপারিশে নারী আন্দোলনের দীর্ঘদিনের আশা-আকাঙ্খাকে প্রতিফলিত করা হয়েছে।

কমিশন মোট ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে। এই সুপারিশগুলোর মধ্যে রয়েছে আইন ও নীতিমালার সংস্কার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে নারীর প্রবেশাধিকার, এবং সামাজিক ও অর্থনৈতিক সমতায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি সংক্রান্ত বিষয়সমূহ।

প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে শিরীন হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা এবং শিক্ষার্থী প্রতিনিধি নিশিতা জামান নিহা।

সবার মতেই, এই প্রতিবেদন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দেওয়ার মধ্য দিয়েই সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হবে। এখন দেখার বিষয়, সুপারিশগুলো কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন হয় এবং কতটা প্রভাব ফেলে দেশের সার্বিক নারী উন্নয়নে।

repoter