ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতির চেষ্টায় তিন যুবক

repoter

প্রকাশিত: ১০:৪৫:৩৮অপরাহ্ন , ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৪৫:৩৮অপরাহ্ন , ১৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা শাখার রূপালী ব্যাংকে বৃহস্পতিবার দুপুরে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। তিন যুবক ব্যাংকে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। পরে পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তারা আত্মসমর্পণ করে। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তিন যুবক এক মুমূর্ষু কিডনি রোগীকে বাঁচানোর জন্য অর্থ জোগাড়ের উদ্দেশ্যে এ কাজে লিপ্ত হয়েছিল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে এসপি আহম্মদ মুঈদ বলেন, আটককৃত তিন যুবক নিজেদের দাবি করেছে যে, তারা একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার খরচ জোগাড়ের জন্য ব্যাংক ডাকাতির চেষ্টা করেছে। তারা দাবি করেছে যে, সিনেমা দেখে তারা এমন একটি অ্যাডভেঞ্চার করার সিদ্ধান্ত নেয়। তবে তাদের দেওয়া রোগীর ঠিকানার সত্যতা যাচাই চলছে।

তিনি আরও বলেন, "তাদের অপরাধী বলা কঠিন, কারণ হয়তো তারা ভুলভাবে পরিচালিত হয়েছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছি।"

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে, যখন তিন যুবক ব্যাংকে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। তাদের কার্যক্রম দেখে আশপাশের মানুষ দ্রুত বিষয়টি বুঝতে পারে। পাশের মসজিদের মাইকে ঘটনা জানানো হলে কয়েকশত লোক ব্যাংক ঘিরে ফেলে।

এরপর পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি নিয়ে আইজিপি সরাসরি লাইভে থেকে নির্দেশনা দেন। তিনি নির্দেশ দেন যেন কোনো হতাহতের ঘটনা ছাড়াই অভিযান শেষ করা হয়। যৌথবাহিনীর দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিন যুবক আত্মসমর্পণ করে।

পুলিশ সুপার জানান, আত্মসমর্পণের আগে ডাকাতদের সঙ্গে আইজিপি নিজেও কথা বলেন। অভিযানের সময় শান্তিপূর্ণ সমাধানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।

বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে জানা যাবে, তাদের দাবি অনুযায়ী ঘটনা আসলেই একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর প্রচেষ্টা ছিল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করেছে।

repoter