ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

মুমূর্ষু রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতির চেষ্টায় তিন যুবক

repoter

প্রকাশিত: ১০:৪৫:৩৮অপরাহ্ন , ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৪৫:৩৮অপরাহ্ন , ১৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরা শাখার রূপালী ব্যাংকে বৃহস্পতিবার দুপুরে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। তিন যুবক ব্যাংকে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। পরে পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তারা আত্মসমর্পণ করে। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তিন যুবক এক মুমূর্ষু কিডনি রোগীকে বাঁচানোর জন্য অর্থ জোগাড়ের উদ্দেশ্যে এ কাজে লিপ্ত হয়েছিল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে এসপি আহম্মদ মুঈদ বলেন, আটককৃত তিন যুবক নিজেদের দাবি করেছে যে, তারা একজন মুমূর্ষু রোগীর চিকিৎসার খরচ জোগাড়ের জন্য ব্যাংক ডাকাতির চেষ্টা করেছে। তারা দাবি করেছে যে, সিনেমা দেখে তারা এমন একটি অ্যাডভেঞ্চার করার সিদ্ধান্ত নেয়। তবে তাদের দেওয়া রোগীর ঠিকানার সত্যতা যাচাই চলছে।

তিনি আরও বলেন, "তাদের অপরাধী বলা কঠিন, কারণ হয়তো তারা ভুলভাবে পরিচালিত হয়েছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছি।"

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে, যখন তিন যুবক ব্যাংকে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। তাদের কার্যক্রম দেখে আশপাশের মানুষ দ্রুত বিষয়টি বুঝতে পারে। পাশের মসজিদের মাইকে ঘটনা জানানো হলে কয়েকশত লোক ব্যাংক ঘিরে ফেলে।

এরপর পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি নিয়ে আইজিপি সরাসরি লাইভে থেকে নির্দেশনা দেন। তিনি নির্দেশ দেন যেন কোনো হতাহতের ঘটনা ছাড়াই অভিযান শেষ করা হয়। যৌথবাহিনীর দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিন যুবক আত্মসমর্পণ করে।

পুলিশ সুপার জানান, আত্মসমর্পণের আগে ডাকাতদের সঙ্গে আইজিপি নিজেও কথা বলেন। অভিযানের সময় শান্তিপূর্ণ সমাধানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে।

বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে জানা যাবে, তাদের দাবি অনুযায়ী ঘটনা আসলেই একজন মুমূর্ষু রোগীকে বাঁচানোর প্রচেষ্টা ছিল নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করেছে।

repoter