ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:১৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

মিডটার্ম পরীক্ষা না দিলে জরিমানা, ববি শিক্ষার্থীদের ক্ষোভ

repoter

প্রকাশিত: ১০:২৩:২৩অপরাহ্ন , ১১ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:২৩:২৩অপরাহ্ন , ১১ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগে যথাসময়ে মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে শিক্ষার্থীদেরকে কারণ দর্শানোসহ দুই ধাপে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। বিভাগের একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. আবদুল বাতেন চৌধুরী স্বাক্ষরিত দুটি নোটিশ প্রকাশের পর বিষয়টি দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে।

নোটিশে বলা হয়েছে, বিভাগীয় একাডেমিক কমিটির ৪২তম সভার ০৮ নম্বর আলোচ্যসূচির সিদ্ধান্ত অনুযায়ী, মিডটার্ম পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের মিডটার্ম সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ কারণ ও প্রমাণ উপস্থাপন করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার তারিখ থেকে প্রথম সপ্তাহের মধ্যে আবেদন করলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে, আর পরবর্তী সপ্তাহ থেকে দুই হাজার টাকা জরিমানা প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে।

এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সুজয় সুভ এক পোস্টে লেখেন, ‘মাংসের দোকানদারেরা যখন ভুল করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে।’ তিনি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের সার্বিক মঙ্গলের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী নানা অজুহাতে ইচ্ছাকৃতভাবে মিডটার্ম পরীক্ষায় অংশ নেয় না, যা অন্য শিক্ষার্থীদের পিছিয়ে দেয়।’

এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে বিভিন্ন আলোচনা চলছে, তবে শিক্ষার্থীদের দাবির মুখে কতৃপক্ষ ভবিষ্যতে এ বিষয়ে পুনর্বিবেচনা করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

repoter