
ছবি: ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইতিহাস বিভাগে যথাসময়ে মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে শিক্ষার্থীদেরকে কারণ দর্শানোসহ দুই ধাপে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। বিভাগের একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. আবদুল বাতেন চৌধুরী স্বাক্ষরিত দুটি নোটিশ প্রকাশের পর বিষয়টি দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে।
নোটিশে বলা হয়েছে, বিভাগীয় একাডেমিক কমিটির ৪২তম সভার ০৮ নম্বর আলোচ্যসূচির সিদ্ধান্ত অনুযায়ী, মিডটার্ম পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের মিডটার্ম সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাযথ কারণ ও প্রমাণ উপস্থাপন করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার তারিখ থেকে প্রথম সপ্তাহের মধ্যে আবেদন করলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে, আর পরবর্তী সপ্তাহ থেকে দুই হাজার টাকা জরিমানা প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে।
এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সুজয় সুভ এক পোস্টে লেখেন, ‘মাংসের দোকানদারেরা যখন ভুল করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ে।’ তিনি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান ড. আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের সার্বিক মঙ্গলের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী নানা অজুহাতে ইচ্ছাকৃতভাবে মিডটার্ম পরীক্ষায় অংশ নেয় না, যা অন্য শিক্ষার্থীদের পিছিয়ে দেয়।’
এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে বিভিন্ন আলোচনা চলছে, তবে শিক্ষার্থীদের দাবির মুখে কতৃপক্ষ ভবিষ্যতে এ বিষয়ে পুনর্বিবেচনা করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।
repoter