ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

‘কৃষকরাও গবেষণা করেন’ চবিতে পরিবেশ উপদেষ্টা

repoter

প্রকাশিত: ০৮:১৫:২৪অপরাহ্ন , ২৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:১৫:২৪অপরাহ্ন , ২৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শিক্ষকদের পাশাপাশি এ দেশের কৃষকরাও গবেষণা করেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বন, জলবায়ু ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবনী মেলা ২০২৫’ উপলক্ষ্যে এই আয়োজন করা হয়। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গবেষণা মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত। এটি শুধুমাত্র বিজ্ঞানভিত্তিক হবে না, বরং সামাজিক বিভিন্ন দিককেও অন্তর্ভুক্ত করতে হবে। গবেষক মানেই কেবল শিক্ষক নন; কৃষকরাও গবেষণা করেন, তারা বিভিন্ন ফসলের প্রজাতি উদ্ভাবন করেন যা কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

তিনি আরও বলেন, গবেষণা খাতে জাতীয় বাজেট থেকে কতটুকু বরাদ্দ দেওয়া হয় এবং তা কেমন হওয়া উচিত, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি গবেষকদের উৎসাহিত করেন গবেষণা কার্যক্রমে আরও মনোযোগী হতে।

এ সময় উপদেষ্টা প্রয়াত অধ্যাপক জামাল নজরুল ইসলামের গবেষণা ও জ্ঞানচর্চার প্রশংসা করেন। তিনি বলেন, অধ্যাপক জামাল নজরুল ইসলাম বিশ্বখ্যাত গবেষক ছিলেন এবং তার গবেষণা কর্ম তাকে চিরস্মরণীয় করে রেখেছে। তার অবদান শুধু চট্টগ্রামের নয়, পুরো বিশ্বের গর্ব। আমাদেরও এমন কাজ করতে হবে যাতে মৃত্যুর পরও আমরা স্মরণীয় হয়ে থাকি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন আল-আমিন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুল হাসান মামুন এবং জামাল নজরুল ইসলাম গবেষণা পরিচালনা কেন্দ্রের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী প্রমুখ।

repoter