ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৪৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

জুলাই শহীদ ও যোদ্ধাদের জন্য ভাতা ও অন্যান্য সুবিধার ঘোষণা

repoter

প্রকাশিত: ০৩:১১:৫১অপরাহ্ন , ১৭ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৩:১১:৫১অপরাহ্ন , ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধারা’ নির্দিষ্ট ক্যাটাগরির ভিত্তিতে এককালীন আর্থিক সহায়তা ও মাসিক ভাতা পাবেন। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ফারুক-ই-আজম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা ‘জুলাই শহীদ’ নামে পরিচিত হবেন এবং তাদের পরিবার সনদ ও পরিচয়পত্র পাবেন। আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তারাও সনদ ও পরিচয়পত্রসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ও আজীবন চিকিৎসা সেবা পাবেন। পাশাপাশি তারা নির্ধারিত ভাতাও গ্রহণ করবেন।

তিনি আরও জানান, যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে, যা সঞ্চয়পত্রের মাধ্যমে প্রদান করা হবে। চলতি অর্থবছরে প্রথমে ১০ লাখ টাকা দেওয়া হবে এবং আগামী অর্থবছরের জুলাই মাস থেকে বাকি ২০ লাখ টাকা প্রদান করা হবে।

এই ভাতা ও সুবিধা প্রদানের ক্ষেত্রে তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ‘বি’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। আর ‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, জুলাই অধিদপ্তরের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কিছু নেই। তিনি বলেন, যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক, তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে সম্মান জানাবে এবং অধিদপ্তর সংরক্ষণ করবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি এবং পরবর্তী সময়েও তাদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধা অক্ষুণ্ণ থাকবে।’

শহীদদের তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, গত ১৬ জানুয়ারি রাতে শহীদদের তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং রাত তিনটায় গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আহতদের তালিকা প্রস্তুত করার কাজও দ্রুত এগিয়ে চলছে। স্বাস্থ্য বিভাগ আহতদের তালিকা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করছে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পৌঁছানোর পরপরই তা গেজেট আকারে প্রকাশ করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এতে নতুন করে কোনো নাম যোগ করা বা বাদ দেওয়ার সুযোগ থাকবে না।

আহতরা ক্যাটাগরি পদ্ধতি বাতিলের দাবি তুলেছেন কি না জানতে চাইলে উপদেষ্টা জানান, এ বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় তালিকা প্রস্তুতের কাজ করছে এবং তাদের কাজ সম্পন্ন হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শুরুর দিকে আহত অনেকেই তাদের চিকিৎসা সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ করেননি। এ ধরনের ব্যক্তিদেরও বিবেচনায় রাখা হচ্ছে।

উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে এবং এ সংক্রান্ত সকল কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সময়েও শহীদ ও যোদ্ধাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি অব্যাহত থাকবে।

repoter