
ছবি: ফাইল ছবি
সরকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। শনিবার (২১ ডিসেম্বর) গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থানে প্রতিপক্ষের আক্রমণে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন, তাদের তালিকা চূড়ান্ত করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, দেশের ৬৪টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করছে।
তালিকা চূড়ান্তকরণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লিখিত তালিকাটি ২৩ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, খসড়া তালিকার তথ্য যাচাই, সংশোধন বা চূড়ান্ত করার জন্য শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের মতামত প্রদানের আহ্বান জানানো হয়েছে। কেউ যদি প্রকাশিত তালিকায় তথ্য সংশোধন, সংযোজন বা বিয়োজন করার মতো কোনো যুক্তিসংগত প্রস্তাব দিতে চান, তাহলে তা ইমেইল (muspecialcell36@gmail.com) এর মাধ্যমে ২৩ ডিসেম্বরের মধ্যে গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলে জানাতে অনুরোধ করা হয়েছে।
এর আগে শুক্রবার, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা প্রণয়ন করে পরবর্তী মন্ত্রিসভায় পাঠানো হবে। তবে এই তালিকাটি চূড়ান্ত নয়। এখনো তথ্য যাচাই-বাছাই এবং ভেরিফিকেশনের কাজ চলছে।"
প্রকাশিত খসড়া তালিকার প্রাসঙ্গিক তথ্য যাচাইয়ের কাজ শেষ হলে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। সরকার এ উদ্যোগের মাধ্যমে গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
repoter