ঢাকা,  বৃহস্পতিবার
৫ ডিসেম্বর ২০২৪ , ০১:১৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্যমাত্রা: ৪-৫ শতাংশে নামানো হবে * কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার * জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার * চীনকে হারিয়ে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস * ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার * অদৃশ্য শক্তির বিরুদ্ধে ধৈর্যের সঙ্গে লড়াই করতে হবে: তারেক রহমান * বিপিএল থিম সংয়ের কিছু লাইন লিখেছেন ড. ইউনূস * ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে একচুলও ছাড় নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ * দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস

জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

repoter

প্রকাশিত: ১০:৫২:০২অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:৫২:০২অপরাহ্ন , ১০ নভেম্বর ২০২৪

ড. মুহাম্মদ ইউনূস

ছবি: ড. মুহাম্মদ ইউনূস

কপ-২৯ সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরবেন

জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কপ-২৯ জলবায়ু সম্মেলন। সম্মেলনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১১ নভেম্বর) আজারবাইজানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত বাকুতে অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে অবস্থান করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ এই সম্মেলনে নিজেদের অবস্থান ও দাবিগুলো তুলে ধরবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এই সম্মেলনে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর পক্ষে জোরালো বক্তব্য রাখবে, এবং প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের উপস্থিতিতে দেশের গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, কপ-২৯ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ড. ইউনূস বাকুতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর তার প্রথম বিদেশ সফর ছিল জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।

repoter