
ছবি: ছবি: সংগৃহীত
ইংরেজি নববর্ষ উদযাপনকালে জার্মানিতে আতশবাজি বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। এর আগে বিভিন্ন দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে নতুন একজনের মৃত্যুর কথা জানানো হয়। একইসঙ্গে বার্লিনে রাতভর অভিযান চালিয়ে ৩৩০ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানিয়েছেন, এ বছর নববর্ষ উদযাপনের সময় দুর্ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ১৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে আগের বছরের তুলনায় বড় ধরনের সহিংসতার ঘটনা এ বছর ঘটেনি।
জার্মানিতে নববর্ষ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ আতশবাজি ফাটানো। তবে এ কারণে প্রতি বছরই বহু মানুষ আহত হন। পরিবেশ দূষণ ও শব্দদূষণ নিয়েও আতশবাজি নিষিদ্ধের দাবি দীর্ঘদিন ধরে বিতর্কের বিষয় হয়ে আছে।
এএফপি জানায়, নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার পাডারবোর্ন এলাকায় ২৪ বছর বয়সী এক যুবক আতশবাজি বিস্ফোরণের পর প্রাণ হারান। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি নিজেই আতশবাজি তৈরি করেছিলেন। অন্যদিকে, স্যাক্সনি অঞ্চলের ওসচাটজ এলাকায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তি পাইরোটেকনিক বোমা জ্বালানোর সময় গুরুতর আঘাত পেয়ে মারা যান। পুলিশ জানিয়েছে, ওই বোমাটি ছিল এফ৪ ক্যাটাগরির আতশবাজি, যা ব্যবহারের জন্য বিশেষ অনুমতি প্রয়োজন।
এ ধরনের দুর্ঘটনা সত্ত্বেও, নববর্ষ উদযাপনে আতশবাজির প্রচলন জার্মানিতে দীর্ঘদিনের। এবারের উদযাপনে হতাহতের সংখ্যা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিতর্ক আরও নতুন করে তীব্র হয়েছে।
repoter