
ছবি: ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত আহতের সংখ্যা ৫১৬ জনে পৌঁছেছে। শনিবার (২৬ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাসের শাহিদ রাজাই বন্দরের একটি অংশে বিস্ফোরণ ঘটে। স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে, যার ফলে বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের প্রচণ্ড শক্তিতে আশপাশের অনেক ভবন ও যানবাহনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্দরের সিনা কনটেইনার ইয়ার্ডে রাখা কয়েকটি দাহ্য পদার্থযুক্ত কনটেইনার থেকে এই বিস্ফোরণ শুরু হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৫০ কিলোমিটার দূরবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়। এমনকি কেশম দ্বীপ থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোখতার সালাহশোর জানিয়েছেন, আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। দ্রুত উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য ঘটনাস্থলে চারটি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
এদিকে ইরানের জাতীয় পেট্রোলিয়াম রিফাইনিং ও ডিস্ট্রিবিউশন কোম্পানি নিশ্চিত করেছে, বিস্ফোরণটি তাদের রিফাইনারি, জ্বালানি ট্যাংক, বিতরণ কমপ্লেক্স বা তেল পাইপলাইনের ওপর কোনো ধরনের প্রভাব ফেলেনি।
বন্দর আব্বাস ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর। বার্ষিক প্রায় ৮০ মিলিয়ন টন পণ্য এখানে পরিচালিত হয়। বন্দরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত, যা বৈশ্বিক তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ।
বর্তমানে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করে চলেছেন। পাশাপাশি অগ্নিনির্বাপক বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
repoter