
ছবি: ছবি: সংগৃহীত
ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটি বেতন কাঠামো তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এই কাঠামো প্রধান উপদেষ্টার অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশ করা হবে। এটি সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ইমামদের জন্য কার্যকর হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বরিশাল ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল কেন্দ্রে প্রশিক্ষণরত ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ড. খালিদ হোসেন বলেন, বেসরকারি মসজিদগুলোকে ইমাম-মুয়াজ্জিনদের বেতন কাঠামো অনুসরণে উদ্বুদ্ধ করা হবে। একইসঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের জন্য উৎসব ভাতা এবং মসজিদের নিকটবর্তী স্থানে থাকার ব্যবস্থা করার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের জীবনমান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ ইমাম-মুয়াজ্জিনদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণ নেওয়া ইমাম-মুয়াজ্জিনরা যাতে ইমামতির পাশাপাশি ছোট পরিসরে ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন, সেজন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ তাদের আর্থিকভাবে সচ্ছল করতে সহায়ক হবে।
ধর্ম মন্ত্রণালয়ের পরিকল্পনার অংশ হিসেবে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে সেখানে উৎপাদিত মিনারেল ওয়াটার বাজারজাত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এই পানির বোতলের নাম হবে ‘ইমাম’, এবং এর মুনাফা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে জমা হবে।
যাকাত ব্যবস্থাপনার উন্নয়নে মোবাইল অ্যাপস চালুর বিষয়ে তিনি বলেন, এই অ্যাপের মাধ্যমে ঘরে বসে যাকাত ফান্ডে অর্থ প্রদান করা যাবে। বর্তমানে এর কার্যক্রম পর্যালোচনার পর্যায়ে রয়েছে।
হজ ব্যবস্থাপনায় পরিবর্তনের বিষয়ে ড. খালিদ হোসেন বলেন, খরচ এক লাখ টাকা কমানো হয়েছে এবং অভ্যন্তরীণ বিভিন্ন ত্রুটি দূর করা হয়েছে। সরকারি অর্থে বা মন্ত্রণালয়ের খরচে কাউকে বিনা পয়সায় হজ করার সুযোগ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে ড. খালিদ হোসেন নগরের আমানতগঞ্জ এলাকার আল জামিয়া আল ইসলামিয়া আল মাহমুদিয়া মাদ্রাসা পরিদর্শন করেন।
repoter