
ছবি: ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনকে "প্ররোচিত" ও "অস্বচ্ছ" আখ্যা দিয়েছেন। মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি দাবি করেন, সংগঠনটির প্রতিবেদনে উল্লিখিত ১১টি ঘটনার পুলিশ তদন্তে সাম্প্রদায়িক সম্পৃক্ততা পাওয়া যায়নি।
তিনি বলেন, "এদের প্রতিবেদনে সাধারণ অপরাধকে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এটি ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বাড়ছে।" তিনি আরও উল্লেখ করেন, পূর্বের দুটি প্রতিবেদনেও একই প্রবণতা দেখা গেছে, যেখানে বেশিরভাগ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয় বলে প্রমাণিত।
প্রেস সচিব সংগঠনটির বিরুদ্ধে বারবার সংশোধনের অনুরোধ উপেক্ষা করার অভিযোগ তোলেন এবং মানবাধিকার সংস্থাগুলোকে তথ্য যাচাইয়ের আহ্বান জানান। তবে "ভুল তথ্য" ছড়ানোর অভিযোগে এখনই কোনো ব্যবস্থা নেওয়ার কথা অস্পষ্ট রাখেন।
সংগঠনটির সঙ্গে সরকারের আলোচনার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসিত হলে তিনি বলেন, "তারা আমাদের আপত্তি আমলে নিচ্ছে না। ফলে নতুন করে আলোচনার প্রয়োজন দেখি না।"
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। তবে সরকারের বক্তব্য, এসব প্রতিবেদনে তথ্য বিকৃতির মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ইমেজ ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
repoter