ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা প্রসারে সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত

repoter

প্রকাশিত: ০৯:৩১:৪৭অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩১:৪৭অপরাহ্ন , ০৪ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গ্রামাঞ্চলের চিকিৎসাসেবা উন্নয়নে সরকার সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। অতিরিক্ত আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান। তিনি বলেন, "গ্রামাঞ্চলের মানুষ পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাদের সেবা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

বায়ু দূষণ নিয়ন্ত্রণে একশন প্ল্যান চূড়ান্ত
বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে একটি একশন প্ল্যান চূড়ান্ত করেছে। রিজওয়ানা হাসান জানান, ঢাকার আশপাশের ইটভাটা আগামী বছরের মধ্যে বন্ধ করা হবে। এছাড়া সাভার ও আমিনবাজার এলাকাকে ব্রিকস জোন ঘোষণা করার পরিকল্পনা চলছে। তিনি বলেন, "এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ঢাকার বায়ু দূষণ কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।"

খাবারের মোড়কে চিনি, লবণ ও ফ্যাটের মাত্রা উল্লেখ বাধ্যতামূলক
উপদেষ্টা পরিষদের বৈঠকে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা উল্লেখ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রিজওয়ানা হাসান বলেন, "জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মোড়কে সতর্কবার্তা সন্নিবেশ করা বাধ্যতামূলক হবে।"

এলএনজি আমদানিতে সৌদি আরবের সঙ্গে চুক্তি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর সঙ্গে আলোচনা করেছেন। সৌদি আরব বাজারে প্রচলিত দামের চেয়ে কম দামে বাংলাদেশে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে।

অন্যান্য সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদে এ পর্যন্ত ১৩৫টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে ৯২টি বাস্তবায়িত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ। এছাড়া বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থানে হতাহতদের জন্য বিশেষ কোটা
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বিশেষ কোটা দেওয়া হবে। তবে এটি এককালীন সুবিধা হিসেবে বিবেচিত হবে এবং স্থায়ী কোটার সঙ্গে তুলনীয় নয় বলে জানান রিজওয়ানা হাসান।

নির্বাচন ও অন্যান্য বিষয়
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। এছাড়া চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানান উপদেষ্টা।

repoter