
ছবি: ছবি: সংগৃহীত
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানির মোট ৩৫৬৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই শেয়ারগুলো ২৪টি কোম্পানির অন্তর্গত, যেগুলোর মধ্যে রয়েছে এস আলম ট্যাংক টার্মিনাল, এস আলম রিফাইন সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম সুপার এডিবল, এস আলম সিমেন্ট, এস আলম স্টিলস, এস আলম পাওয়ার প্ল্যান্টস, শাহ আমানত প্রাকৃতিক গ্যাস, এস আলম পাওয়ার জেনারেশন, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস, হাসান আবাসন, এস আলম ব্রাদার্স, এস আলম ট্রেডিং কোম্পানি, গ্লোবাল ট্রেডিং করপোরেশন, সোনালী কার্গো লজিস্টিকস, কর্ণফুলী প্রাকৃতিক গ্যাস, ওশান রিসোর্স, এস আলম ভেজিটেবল অয়েল, মেরিন ইম্পায়ার, এস আলম প্রপার্টিজ, মডার্ন প্রপার্টিজ, এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসেস, ফাতেহাবাদ ফার্ম, এস আলম কোল্ড স্টিলস এবং এস আলম সয়াসিড এক্সট্রাকশন প্ল্যান্ট।
দুদক জানিয়েছে, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন এই ২৪টি কোম্পানিতে ৩২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৪৭৮টি শেয়ার রয়েছে, যার মূল্য ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার ৩০০ টাকা।
এস আলম পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রের দাবি, এস আলম পরিবারের সদস্যরা এসব শেয়ার হস্তান্তরের চেষ্টা করছেন, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। এই পরিস্থিতিতে, আদালত শেয়ারগুলো অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।
এটি এস আলম পরিবারের বিরুদ্ধে নেওয়া আরও একটি আইনগত পদক্ষেপ। এর আগে ১৪ জানুয়ারি আদালত তাদের ২০০ কোটি টাকার স্থাবর সম্পদ এবং ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। এছাড়া, ১৯ ডিসেম্বর আদালত তাদের নামে থাকা ১২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। ৭ অক্টোবর এস আলম পরিবারের ১৩ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
repoter