ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

দুদকের নিষেধাজ্ঞা: সাবেক পাঁচ সংসদ সদস্য ও পরিবারের বিদেশযাত্রা বন্ধ

repoter

প্রকাশিত: ০৪:২৯:৫০অপরাহ্ন , ১২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৪:২৯:৫০অপরাহ্ন , ১২ ডিসেম্বর ২০২৪

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক পাঁচ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। দুদকের নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

নিষেধাজ্ঞার আওতায় থাকা সংসদ সদস্যরা হলেন: ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের নূর নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের আবু জাহির, নোয়াখালী-১ আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।

দুদকের এই পদক্ষেপের পেছনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তদন্তের স্বার্থে তাদের বিদেশযাত্রায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুদকের নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরই এমন একটি কঠোর পদক্ষেপ নেওয়া তাদের দুর্নীতিবিরোধী অবস্থানকে দৃঢ়ভাবে প্রকাশ করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত চলাকালীন এসব ব্যক্তি যেন দেশত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সম্পদ, আয়, এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে বেশ কিছু দিন ধরে তদন্ত চলছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পদক্ষেপ দুদকের স্বচ্ছতা এবং ন্যায্যতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিকে পুনরায় সামনে এনেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এদিকে, নিষেধাজ্ঞার তালিকায় থাকা সংসদ সদস্যরা বর্তমানে দেশে রয়েছেন কিনা বা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের প্রকৃতি কী, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুদকের এই পদক্ষেপ দেশের বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। অনেকে এটিকে দুর্নীতির বিরুদ্ধে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে, কোনো কোনো মহল থেকে এ ধরনের পদক্ষেপের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠেছে।

তদন্ত শেষে এসব অভিযোগের সঠিকতা প্রমাণিত হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

repoter