
ছবি: ছবি: সংগৃহীত
রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চায়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যদি তারা বেশি সংস্কার চায়, তাহলে ছয় মাস অতিরিক্ত সময় দিতে হবে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ প্রণয়ন করেছে যা দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করতে সক্ষম হয়েছে। দুটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার দাবি না করলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে। তবে অতিরিক্ত সংস্কার দাবি করলে আরও ছয় মাস সময় নিতে হবে।
শফিকুল আলম বলেন, বর্তমান সরকার দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করেছে। তিনি উল্লেখ করেন, "অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল, তাতে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু এখন তা ২২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। এটি আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধারের ইঙ্গিত দেয়।"
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বি প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশাগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
সরকারি তথ্য সরবরাহের প্রসঙ্গে তিনি বলেন, সরকারের প্রতিটি কাজের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রেস উইং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছে। এতে আগ্রহী ব্যক্তিদের যুক্ত করা হচ্ছে। জনগণ যেন সরাসরি সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রেস সচিব জানান, সরকারের লক্ষ্য হলো রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের আয়োজন করা। এজন্য বিভিন্ন পর্যায়ের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, "আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি। দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিবেশে যে অগ্রগতি হয়েছে, তা ইতিবাচক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রমাণ।"
শফিকুল আলম আরও জানান, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জনআকাঙ্ক্ষার ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া সিদ্ধান্ত ও পরিকল্পনা জনগণের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।
এছাড়া তিনি জানান, অন্তর্বর্তী সরকার সকল মহলের সহযোগিতা চায়। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
repoter