ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

ডিসেম্বরে জাতীয় নির্বাচন, বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার

repoter

প্রকাশিত: ০৮:৩০:৪৮অপরাহ্ন , ১০ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৩০:৪৮অপরাহ্ন , ১০ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে প্রায় ১৬ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদের এই উদ্যোগ ভোট কারচুপি ও জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি উল্লেখ করেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করায় এবার প্রথমবারের মতো নির্ভুলভাবে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা শেষ করেছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক করে রেখেছে। অতীতের ভুলত্রুটি সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করাই কমিশনের অন্যতম লক্ষ্য। সংস্কার প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে সে অনুযায়ী কাজ করা হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, এবার ভোটার তালিকায় কোনো রকম অনিয়ম বা কারচুপি যেন না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশন নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাবে।

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী এবং জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

repoter