ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ডিসেম্বরে জাতীয় নির্বাচন, বাদ যাচ্ছে ১৬ লাখ মৃত ভোটার

repoter

প্রকাশিত: ০৮:৩০:৪৮অপরাহ্ন , ১০ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৩০:৪৮অপরাহ্ন , ১০ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে প্রায় ১৬ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদের এই উদ্যোগ ভোট কারচুপি ও জালিয়াতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তিনি উল্লেখ করেন, বাড়ি-বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করায় এবার প্রথমবারের মতো নির্ভুলভাবে মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পর্যালোচনা শেষ করেছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ঠিক করে রেখেছে। অতীতের ভুলত্রুটি সংশোধন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করাই কমিশনের অন্যতম লক্ষ্য। সংস্কার প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে সে অনুযায়ী কাজ করা হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনার আরও বলেন, এবার ভোটার তালিকায় কোনো রকম অনিয়ম বা কারচুপি যেন না ঘটে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশন নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাবে।

সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী এবং জেলা নির্বাচন অফিসার মো. নাজিম উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

repoter