ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:১৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

ঢাকা কলেজে সংঘর্ষে দেড়শ শিক্ষার্থী আহত, সিটি কলেজ স্থানান্তরের দাবি

repoter

প্রকাশিত: ১০:৪৬:৩৩অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ১০:৪৬:৩৩অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদযাপন চলাকালীন সিটি কলেজের শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ঢাকা কলেজ। সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে বর্তমান অবস্থান থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তরসহ ৯ দফা দাবি জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ ক ম রফিকুল আলম এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সকালে সিটি কলেজের শিক্ষার্থীরা তাঁদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগসহ সাত দফা দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করা হয়। এর প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় জড়ো হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, পুলিশের টিয়ারগ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আরও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সিটি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা তৈরি করছে এবং তাঁদের প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবি জানানো হয়েছে।

অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, "আমরা সিটি কলেজকে স্থানান্তরসহ অন্যান্য দাবি মেনে নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই। পরিস্থিতি শান্ত করতে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।"

গত ২৮ অক্টোবর সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং ২০ দিন কলেজ বন্ধ থাকে। ১৯ নভেম্বর একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

এই ঘটনার প্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি পূরণের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।

repoter