ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

ঢাবিতে ৭ জানুয়ারির নির্বাচনের প্রতি ব্যঙ্গ, ডামি নির্বাচন আয়োজন

repoter

প্রকাশিত: ০৬:৩১:০৭অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৩১:০৭অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের প্রতি ব্যঙ্গ প্রদর্শন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি ডামি নির্বাচন আয়োজন করা হয়েছে। ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস রাইটস ওয়াচ’ প্ল্যাটফর্মের উদ্যোগে আজ, মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঐতিহাসিক বটতলায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘যত ভোট তত নোট’ স্লোগান দিয়ে ভোট প্রদান করেন। ভোট প্রদানের আগে তাদের ‘নমুনা’ টাকা দেওয়া হয়। এই ডামি নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটদান, মধ্য রাতের ভোট, ডামি নির্বাচন এবং অন্যান্য নানা স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। ভোট প্রদানের সময় তারা ‘দশটা হোন্ডা, দশটা গোন্ডা, নির্বাচন ঠান্ডা’, ‘দ্য ফ্যাসিস্ট আওয়ামী’, ‘আপনার বাবার ভোটও দেওয়া হয়েছে, কিন্তু বাবা তো মৃত’-এর মতো প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এ নির্বাচনটির মূল আকর্ষণ ছিল এক মিনিটে কতগুলো ভোট দেওয়া সম্ভব, সেটি নিয়ে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিক্ষার্থী কাফনের কাপড় পরিহিত অবস্থায় ভোট দিতে যান, এবং এর মাধ্যমে তারা প্রতীকী প্রতিবাদ জানান। এমনকি এক বছরের শিশুও এই ডামি নির্বাচনে ভোট দেয়। নির্বাচনে একজনকে নির্বাচন কমিশনার আবদুল আওয়াল ও কয়েকজনকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দেখানো হয়।

আয়োজকরা জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একটি ডামি নির্বাচন আয়োজন করে, যেখানে বৃহৎ রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করলেও নির্বাচন সম্পন্ন করা হয়। তবে এতে ভোট প্রদানকারী সংখ্যা ছিল অত্যন্ত কম। নির্বাচন কমিশন জানায়, প্রায় ৪০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন, যদিও অভিযোগ রয়েছে মৃত ও প্রবাসীদেরও ভোট প্রদান করা হয়েছে।

এই প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে কাফনের কাপড় পরা এক শিক্ষার্থী বলেন, “বিগত বছরগুলোতে আমি বেঁচে থাকতে ভোট দিতে পারিনি, কিন্তু আমার মৃত্যুর পরেও আমার ভোট দেওয়া হয়ে গেছে। আজ আমি কবর থেকে উঠে এসে ভোট দিতে এসেছি, যেন প্রতিবাদ জানাতে পারি।”

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, “আওয়ামী লীগ বিগত ১৬ বছর ধরে ভোটাধিকার কেড়ে নিয়েছে। নির্বাচনের নামে তামাশা চলছিল, যেখানে মৃত ব্যক্তি এবং বিদেশে থাকা মানুষও ভোট দিয়েছিল। আজকে আমরা ডামি ভোট প্রতিযোগিতা আয়োজন করেছি, যেন এটি প্রতিবাদ হিসেবে প্রকাশ পায়।”

তিনি আরও বলেন, “এখানে অনেকে প্রতীকী ভোট দিয়েছেন, আর আমরা তাদের ডামি টাকার নোট দিয়েছি। অনেক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছিলেন, যারা গতবার ভোট দিতে পারেননি, তাদের আজকে সেই সুযোগ দেওয়া হয়েছে।”

এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ডামি নির্বাচনটি শুধু একটি হাস্যকর ঘটনা ছিল না, বরং এটি নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রের প্রতি গভীর প্রশ্ন তুলে ধরা একটি প্রতিবাদ ছিল।

repoter