
ছবি: ছবি: সংগৃহীত
ঢাকা, ১৭ জানুয়ারি — সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ডে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চার দিনের এই সফরে তিনি আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন।
ডব্লিউইইএফ-এর ২০২৫ সালের সম্মেলনটি “শেপিং দ্য ইন্টেলিজেন্ট এজ” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ২১ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশগ্রহণের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত এবং এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দাভোস সফরটি প্রধান উপদেষ্টার জন্য ২০২৫ সালের প্রথম বিদেশ সফর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি তার চতুর্থ আন্তর্জাতিক সফর।
এর আগে ২০২৪ সালের আগস্টে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্র সফর করেন। এরপর নভেম্বরে আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে অংশ নেন। ডিসেম্বরে মিশরে ডি-৮ সম্মেলনে যোগ দেন। প্রতিটি সফরে বহুপাক্ষিক ফোরামে অংশগ্রহণ করলেও তিনি এখন পর্যন্ত কোনো দ্বিপক্ষীয় সফর করেননি।
দাভোস সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন। তিনি সম্মেলনের সময় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দাভোস সম্মেলনে অর্থনীতি ও বিনিয়োগই মূল আলোচনার বিষয়। সেখানে অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানি ও বিনিয়োগকারীরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এটি বাংলাদেশের জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করার একটি বড় সুযোগ।
প্রধান উপদেষ্টার সফরসূচি নিয়ে এখনো কাজ চলছে বলে জানা গেছে। উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্ব বিবেচনায় তার কর্মসূচিতে যোজন-বিয়োজন করছে। আশা করা হচ্ছে, সম্মেলনে জি-৭ ও জি-২০ দেশগুলোর প্রতিনিধিসহ শতাধিক রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত থাকবেন।
সম্মেলনে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তারা যোগ দেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে ড. মুহাম্মদ ইউনূসের।
repoter