
ছবি: ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ, সোমবার, চার দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। তিনি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সম্মেলন আগামী ২০-২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ব্রিফিংয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, ড. ইউনূস আজ রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করবেন। সফরের সময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই বৈঠকগুলোতে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে বৈঠক করবেন।
অন্যদিকে, তিনি আমেরিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডসহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী ও উদ্যোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের সময় কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে ড. ইউনূসের।
সুইজারল্যান্ড সফর শেষে, ২৪ জানুয়ারি, ড. ইউনূস দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন।
গুমের ঘটনার তদন্তে ‘আয়নাঘর’ পরিদর্শনের ইচ্ছা ড. ইউনূসের
ড. ইউনূস সুইজারল্যান্ড সফর শেষে শিগগিরই গুমের ঘটনায় আলোচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন বলে জানিয়েছেন। গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার আবাসিক দপ্তরে গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং কমিশন গঠনের পর তাদের তদন্তের অগ্রগতি সম্পর্কে ড. ইউনূসকে অবহিত করেন।
কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে ‘আয়নাঘর’ পরিদর্শনের অনুরোধ জানান, যাকে ‘জয়েন্ট ইন্টারোগেশন সেল’ হিসেবে পরিচিত। তাদের মতে, যদি ড. ইউনূস ‘আয়নাঘর’ পরিদর্শন করেন, তবে গুমের শিকার ব্যক্তিরা সাহস এবং আশ্বস্তবোধ করবেন। তারা এ সময় গুমের ঘটনার বর্ণনা দিয়ে প্রধান উপদেষ্টাকে জানান।
ড. ইউনূস কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, “আপনাদের তদন্তে যে ঘটনার বর্ণনা পাওয়া গেছে, তা শোনার পর আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব।”
এই তদন্ত কমিশন গত মাসে গুমের ঘটনায় তাদের প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কয়েক শত গুমের ঘটনা, যার কিছু অংশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ তদন্ত কমিশন এখনও তাদের কাজ অব্যাহত রেখেছে।
repoter