ছবি: ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে এখন ব্যাটারিচালিত রিকশা চলাচলে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আজ সোমবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল এক মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ও ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। সাধারণ নাগরিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বলেন, "চেম্বার আদালতের এই আদেশের ফলে ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে এখন আর কোনো আইনি বাধা নেই।" রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আজ সকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ১৯ নভেম্বর হাইকোর্ট তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
রিটটি দায়ের করেন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী। তাদের আবেদনে বলা হয়, ব্যাটারিচালিত রিকশার কারণে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার ও দুই সিটি করপোরেশনকে আদেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে চেম্বার আদালতের সর্বশেষ আদেশে আপাতত এক মাসের জন্য ব্যাটারিচালিত রিকশার চলাচল অব্যাহত থাকবে।
repoter