ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:২৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

চার দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ

repoter

প্রকাশিত: ০৪:০৮:২২অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৪:০৮:২২অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ মোড়ে চার দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন, যা চারপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেয়।

বিক্ষোভ সম্পর্কে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে সড়ক অবরোধ করে অবস্থান নেন, যার ফলে আশপাশের এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে।

ম্যাটস শিক্ষার্থীরা দশম গ্রেডে শূন্য পদে দ্রুত নিয়োগসহ কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরির দাবি জানিয়েছেন। তারা চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন এবং ভাতাসহ ইন্টার্নশিপের ব্যবস্থার দাবি জানান।

শিক্ষার্থীরা প্রস্তাবিত অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে "মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ" নামে একটি নতুন বোর্ড গঠনের প্রস্তাব দেন। এছাড়া তারা আন্তর্জাতিক মানদণ্ডে বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি তোলেন।

সড়ক অবরোধের কারণে শাহবাগ মোড় এবং এর সংলগ্ন এলাকায় যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এই অবস্থার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পায়। তবে শিক্ষার্থীরা দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা দাবি করেন, তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শিক্ষাব্যবস্থা উন্নত করা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মত প্রকাশ করেন।

repoter