
ছবি: ছবি: সংগৃহীত
পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে প্রাইভেট কারের চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজনের ডোপ টেস্ট পজিটিভ এসেছে। নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম শুক্রবার (২০ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে দুপুরে করা ডোপ টেস্টের প্রতিবেদনে দেখা যায়, গ্রেপ্তার মুবিন আল মামুন ও মিরাজুল করিম মাদকাসক্ত অবস্থায় ছিলেন। তৃতীয় আসামি আসিফ চৌধুরীর ডোপ টেস্টের ফল নেগেটিভ এসেছে।
নিহত মুহতাসিম মাসুদের বাবা মাসুদ মিয়া রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাতে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম তার দুই বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে পূর্বাচলে যান। সেখানে নীলা মার্কেটে রাতের খাবার খাওয়ার পর ভোররাত তিনটার দিকে তারা বাসায় ফিরছিলেন। এ সময় রূপগঞ্জ থানার একটি পুলিশ চেকপোস্টে তাদের থামানো হয়।
চেকপোস্টে থাকার সময়, বেপরোয়া গতির একটি প্রাইভেট কার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মারা যান এবং তার দুই বন্ধু মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন। আহতদের মধ্যে মেহেদীকে স্কয়ার হাসপাতালে এবং অমিতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনার পর প্রাইভেট কারটি তল্লাশি করে একটি বিয়ার ক্যান ও একটি খালি মদের বোতল উদ্ধার করে। মামলার এজাহারে এই বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ আসামিদের আটক করে এবং ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠায়। ইতোমধ্যে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।
প্রাইভেট কারটি চালাচ্ছিলেন মুবিন আল মামুন, যিনি সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল মামুনের ছেলে। গাড়িটির নিবন্ধন তার বাবার নামে। শুক্রবার নারায়ণগঞ্জ আদালত চত্বরে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, তার ছেলের ড্রাইভিং লাইসেন্স রয়েছে। তবে এই বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে ঘটে এবং এতে চেকপোস্টে দাঁড়ানো অবস্থায় মুহতাসিম মাসুদ প্রাণ হারান। তার সহপাঠী দুজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
ডোপ টেস্টে পজিটিভ দুই আসামির বিষয়টি মামলার তদন্তে নতুন মোড় আনবে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তাদের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।
repoter