ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

বিয়ের কর বাতিল এবং ডকুমেন্ট সত্যায়ন এখন অনলাইনে

repoter

প্রকাশিত: ১০:৩৭:৫৮অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৩৭:৫৮অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিয়ের ক্ষেত্রে আরোপিত কর বাতিল এবং ডকুমেন্ট সত্যায়ন প্রক্রিয়াকে অনলাইনভিত্তিক করার ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, বিয়ের ক্ষেত্রে আরোপিত একটি কর দীর্ঘদিন ধরে বহাল ছিল, যা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাতিল করা হয়েছে। তিনি বলেন, এই কর আরোপ অযৌক্তিক হওয়ায় এর প্রয়োজনীয়তা ফুরিয়েছে। এর ফলে বিয়ের প্রক্রিয়া আরও সহজ ও খরচ সাশ্রয়ী হবে।

বিয়ের কর বাতিলের কার্যকারিতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে ড. নজরুল বলেন, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে, এবং এখন থেকে বিয়ে করার জন্য আর কোনো ট্যাক্স প্রদান করতে হবে না।

বিয়ের ফরম সংশোধনের বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আগে বিয়ের ফরমে “বিবাহিতা নাকি কুমারী” শব্দগুলো ব্যবহৃত হতো, যা মেয়েদের জন্য অমর্যাদাকর। মন্ত্রণালয় এই শব্দগুলো পরিবর্তন করে এখন “অবিবাহিতা” শব্দটি ব্যবহার করছে। তিনি জানান, এমন আরও ছোট ছোট কাজ ইতোমধ্যে করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও অনেক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ডকুমেন্ট সত্যায়ন প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা জানান, এখন থেকে আইন মন্ত্রণালয়ের অধীনে সত্যায়নের জন্য ম্যানুয়াল পদ্ধতি আর প্রয়োজন নেই। গত ১৩ ডিসেম্বর থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হয়েছে। এর ফলে জনগণকে লাইনে দাঁড়ানোর কষ্ট পোহাতে হচ্ছে না।

তিনি আরও বলেন, সত্যায়ন কার্যক্রম এখন দুই-একদিনের মধ্যেই ঘরে বসে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এর ফলে বাংলাদেশি নাগরিকদের বিদেশি দূতাবাসে সার্ভিস ফি দিয়ে সত্যায়ন করার প্রয়োজন নেই। এই পদ্ধতির মাধ্যমে বছরে ৫০০ থেকে ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে তিনি উল্লেখ করেন।

বিচারব্যবস্থায় সংস্কার আনার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ফৌজদারি কার্যবিধির কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংস্কারের কাজ চলছে। ইতোমধ্যে ১৫ থেকে ২০টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সরকারের বিচার বিভাগ সংক্রান্ত কমিশন এই কাজে সহায়তা করছে এবং এটি সম্পন্ন করার জন্য সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিকদের সেবার মানোন্নয়নে আইন মন্ত্রণালয়ের এই উদ্যোগগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা।

repoter