ঢাকা,  বৃহস্পতিবার
৫ ডিসেম্বর ২০২৪ , ০১:০৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে লক্ষ্যমাত্রা: ৪-৫ শতাংশে নামানো হবে * কারামুক্ত হলেন সাবেক এসপি বাবুল আক্তার * জাতির অস্তিত্ব রক্ষায় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার * চীনকে হারিয়ে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস * ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেপ্তার * অদৃশ্য শক্তির বিরুদ্ধে ধৈর্যের সঙ্গে লড়াই করতে হবে: তারেক রহমান * বিপিএল থিম সংয়ের কিছু লাইন লিখেছেন ড. ইউনূস * ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে একচুলও ছাড় নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ * দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি * জাতীয় ঐক্যের আহ্বান জানাবেন ড. মুহাম্মদ ইউনূস

বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ

repoter

প্রকাশিত: ১২:২৯:৩২অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:২৯:৩২অপরাহ্ন , ১৫ নভেম্বর ২০২৪

সংগৃহীত ছবি

ছবি: সংগৃহীত ছবি

বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে এখনও অনেকেই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। গবেষণায় দেখা গেছে, দেশের ৪৩ দশমিক পাঁচ শতাংশ ডায়াবেটিস রোগীর রোগ নির্ণয় হয় না। ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে ১০ শতাংশ মানুষের মৃত্যুর কারণ এই রোগ।

গত বছর প্রকাশিত এক নির্দেশিকায় জানা যায়, দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ২০ থেকে ৮০ বছর বয়সী ১৪ দশমিক দুই শতাংশ মানুষ এই রোগে ভুগছেন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪৫ সালে এই সংখ্যা বেড়ে ২ কোটি ২৩ লাখে পৌঁছাবে।

বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮০ কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত তিন দশকে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ রোগের ক্ষেত্রে ঝুঁকির শীর্ষে আছে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলো।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয়:

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যগ্রহণ, নিয়মিত ওষুধ ও ইনসুলিন গ্রহণ এবং সুশৃঙ্খল জীবনযাপন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন ইত্যাদি ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়।

বাংলাদেশে ডায়াবেটিস দিবস উদযাপন:

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সংস্থা নানা কর্মসূচি পালন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল 'ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার'।

repoter