
ছবি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বক্তব্যের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিজয় দিবসের প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া ভারতকে জানানো হবে। তবে আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন, তা একান্তই তার ব্যক্তিগত মতামত। এটি বাংলাদেশ সরকারের অবস্থান নয়।”
রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সবসময় এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট। রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তিনি আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) থাইল্যান্ড যাচ্ছেন। সেখানে মিয়ানমার ইস্যু নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ডি-৮ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
সেন্টমার্টিনের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, মিয়ানমারে চলমান যুদ্ধাবস্থার কারণে সেন্টমার্টিন রুট সাময়িকভাবে পরিবর্তন করা হচ্ছে। তবে এটি অস্থায়ী এবং পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে রুট পুনরায় চালু করা হবে।
এর আগে, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ১৯৭১ সালের বিজয় দিবসের স্মৃতিচারণ করেন। পোস্টে তিনি লেখেন, “আজ বিজয় দিবস, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে লিপিবদ্ধ থাকবে।”
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “মোদির বক্তব্যকে সম্মানের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে এটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তা করার জন্য ভারত সক্রিয় ভূমিকা পালন করেছিল। সেই প্রেক্ষিতে বিজয় দিবস দুই দেশের জন্যই এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত।
repoter