
ছবি: ছবি: সংগৃহীত
মৌলভীবাজার, ২৫ জানুয়ারি — বিচার বিভাগকে দেশের পরিবর্তনশীল অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, বিশেষায়িত আদালতের মাধ্যমে বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব দেশে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার মৌলভীবাজারের দুসাই রিসোর্টে অনুষ্ঠিত ‘জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিশিয়েন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
প্রধান বিচারপতি বলেন, বাণিজ্যিক বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই আদালতগুলো বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়তা করবে।
তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লব তরুণ প্রজন্মকে আইনের শাসন ও সাংবিধানিক শিক্ষার প্রতি সচেতন করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষাক্রমে সাংবিধানিক শিক্ষা অন্তর্ভুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিচার বিভাগের ডিজিটালাইজেশনের প্রসঙ্গে প্রধান বিচারপতি জানান, ইতোমধ্যে সুপ্রিম কোর্টের কোম্পানি বেঞ্চে কাগজমুক্ত কার্যক্রম চালু হয়েছে। ভবিষ্যতে এই পদ্ধতি জেলা আদালতগুলোতেও কার্যকর করা হবে। এছাড়া, বিচার প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টে চালু করা হেল্পলাইন সেবার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে।
তিনি বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপের অংশ হিসেবে উচ্চ আদালতের বিচারক নিয়োগে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের অধ্যাদেশের কথা উল্লেখ করেন। সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের কার্যক্রমেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি জানান।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ফেলোশিপ চালু এবং বিচারক বদলি ও পদোন্নতিতে নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।
প্রধান বিচারপতি সংবিধানের ষষ্ঠ অংশের প্রথম অধ্যায়ের কিছু বিধান পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি, সুপ্রিম কোর্টের কাঠামো শক্তিশালী করতে সংবিধানের ১০৭ অনুচ্ছেদের আওতায় প্রয়োজনীয় বিধি প্রণয়নের ওপর তিনি জোর দেন।
সেমিনারে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেন। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখার নির্দেশনায় এই সেমিনারের আয়োজন চূড়ান্ত করা হয়।
repoter