ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

বাংলাদেশকে আরও বিদ্যুৎ দিতে আগ্রহী নেপাল

repoter

প্রকাশিত: ০৭:১৫:১৮অপরাহ্ন , ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:১৫:১৮অপরাহ্ন , ১৮ নভেম্বর ২০২৪

নেপাল বাংলাদেশকে আরো পানিবিদ্যুৎ দিতে আগ্রহী বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান - ছবি : ইউএনবি

ছবি: নেপাল বাংলাদেশকে আরো পানিবিদ্যুৎ দিতে আগ্রহী বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান - ছবি : ইউএনবি

বাকু, ১৮ নভেম্বর – বাংলাদেশকে অতিরিক্ত পানিবিদ্যুৎ সরবরাহের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। নেপালের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আই বাহাদুর শাহী ঠাকুরি সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে এই আগ্রহের কথা জানান। বৈঠকটি অনুষ্ঠিত হয় বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে।

এ বিষয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং ভারতের মধ্যে পানিবিদ্যুৎ সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা বিষয়ে আলোচনা গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, জানুয়ারিতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা নিয়ে মন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নেপাল, ভুটান এবং বাংলাদেশ অংশগ্রহণ করবে। বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি, তবে এতে জলবায়ুর প্রভাব মোকাবেলা, প্রশমন, অভিযোজন এবং লস অ্যান্ড ড্যামেজ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এ সময়, নেপালের পররাষ্ট্রমন্ত্রীও জলবায়ু পরিবর্তনের প্রভাবের ব্যাপারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর একযোগে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, "দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রায় একই রকম। জলবায়ু পরিবর্তন কোন সীমানা মানে না, তাই এর মোকাবেলায় আমাদের সবাইকে একই উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে।"

এ বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

repoter