ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০২:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

বাঘাবাড়ী বন্দরে তেল চুরির মহাযজ্ঞ: রাত-দিন অবিরাম লুটপাট, প্রশাসন নীরব দর্শক

repoter

প্রকাশিত: ০৭:১৬:৪৪অপরাহ্ন , ০৫ মার্চ ২০২৫

আপডেট: ০৭:১৬:৪৪অপরাহ্ন , ০৫ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বাঘাবাড়ী বন্দরে দিনে-রাতে অবাধে তেল চুরি চলছে। রাতের আঁধারে জাহাজ থেকে হাজার হাজার লিটার ডিজেল ও অকটেন চুরি করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। এই চুরির সঙ্গে জড়িত শক্তিশালী চক্র, যার মধ্যে রয়েছেন জাহাজের সারেং, তেল ডিপোর অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সন্ত্রাসীরা। বছরে সরকারের ক্ষতি হচ্ছে শত শত কোটি টাকা। স্থানীয় প্রশাসন ও পুলিশের নাকের ডগায় এই লুটপাট চললেও তা রোধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বাঘাবাড়ী বন্দরে প্রতিদিন গড়ে ৩৬ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। তবে নাব্য সংকটের কারণে জাহাজগুলো পূর্ণ ধারণক্ষমতায় তেল পরিবহন করতে পারে না। এ সুযোগে চোরাই চক্র প্রতিদিন ৫০ থেকে ৭০ হাজার লিটার তেল চুরি করে। মাসে এই পরিমাণ দাঁড়ায় ১৫ থেকে ২০ লাখ লিটার, আর বছরে দুই থেকে আড়াই কোটি লিটার। চোরাই তেল প্রতি লিটারে সরকারি মূল্যের চেয়ে ১০ থেকে ১৫% কম দামে বিক্রি হয়। বছরে এই চুরির বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা।

চুরির পদ্ধতি অত্যন্ত পরিকল্পিত। জাহাজের সারেং ও ক্রুরা পাইপলাইনের মাধ্যমে তেল সরিয়ে ছোট নৌকায় তোলেন। এরপর সেগুলো স্থানীয় গুদামে মজুত করা হয়। পরে সেই তেল পাইকারি দরে বিক্রি করা হয়। চক্রের সদস্যরা জাহাজের গেজ ও নথিপত্রে কারসাজি করে তেলের পরিমাণ কম দেখান, যাতে চুরির বিষয়টি ধরা না পড়ে। এমনকি ট্যাঙ্কারে পানি মিশিয়েও তেলের পরিমাণ বেশি দেখানো হয়।

চক্রের প্রধান হিসেবে চিহ্নিত ল্যাংড়া স্বপন ও তাঁর সঙ্গীরা এই অপকর্মে নেতৃত্ব দিচ্ছেন। স্থানীয় ১০ গ্রামের প্রায় ৪০ জন এই চক্রের সঙ্গে যুক্ত। চুরি করা তেল স্থানীয় কালোবাজারে বিক্রি হয়, যা কৃষি ও পরিবহন খাতে ব্যবহৃত হচ্ছে। চক্রের এক সদস্য জানান, পুলিশ ও প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে তাদের গোপন যোগাযোগ রয়েছে, যা এই চুরিকে নির্বিঘ্ন করে রেখেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এই চুরি তাদের কাছে ওপেন সিক্রেট। তবে চক্রের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। এক নৌকার মাঝি নাম প্রকাশ না করে বলেন, "এই কাজ সব রাতেই হয়। আমরা জানলেও কাউকে বলার সাহস করি না। যারা এসব কাজে জড়িত তারা প্রভাবশালী। টের পেলে জানে মেরে ফেলবে।"

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি। তিনি জানান, তেল চুরির কোনো অভিযোগ তাঁর কাছে নেই। অন্যদিকে বাঘাবাড়ী তেল ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাদেকীনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, "বিষয়টি স্পর্শকাতর। উপজেলা প্রশাসনের এ ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। বিষয়টি দেখভাল করার দায়িত্ব পেট্রোলিয়াম করপোরেশনের। তারা অভিযান চালালে উপজেলা প্রশাসন সহযোগিতা করে। তবে এক বছরে এ ধরনের কোনো অভিযান হয়নি।"

এই চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে সরকারের ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


repoter