ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

বাড্ডা অটোরিকশাচালক হত্যা মামলায় সালমান এফ রহমানসহ ৬ জনের রিমান্ড মঞ্জুর

repoter

প্রকাশিত: ১২:১৬:৫১অপরাহ্ন , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১২:১৬:৫১অপরাহ্ন , ০৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয়জনকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন।

রিমান্ডে নেওয়া বাকিদের মধ্যে আছেন সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

এদিন সকাল সোয়া ৯টার দিকে আসামিদের কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডি’র ঢাকা মেট্রোর উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের জন্য জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গত ২০ জুলাই রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রী পরিবহনের অপেক্ষায় ছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য ছোড়া গুলিতে তিনি নিহত হন।

পরে, গত ২১ আগস্ট নিহতের পরিবার বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার অভিযোগে উল্লেখ করা হয় যে, আসামিরা সরাসরি আন্দোলন দমনের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনটি ওই সময় রাজধানীজুড়ে ব্যাপক আকার ধারণ করেছিল এবং বিভিন্ন স্থানে সংঘর্ষ ও উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের পরপরই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার তদন্ত এখনও চলছে এবং রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

repoter