ছবি: সংগৃহীত ছবি
ইউরোপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) সংগঠনের এক যুগ পূর্তি উপলক্ষে প্যারিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়েবার সদর দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতারা আনন্দ-উল্লাসের মধ্যে কেক কেটে একযোগে সংগঠনের সফলতা উদযাপন করেন।
অনুষ্ঠানের পরবর্তী অংশে আয়েবা ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের জন্য সাত দফা দাবি জানিয়ে একটি আলোচনা সভা আয়োজন করে। বক্তারা প্রবাসীদের ন্যায্য অধিকার এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
প্রবাসী বাংলাদেশিদের স্বার্থে সাতটি মূল দাবি উত্থাপন করা হয়। প্রথমত, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশের ভিসা ঢাকায় থেকেই সহজলভ্য করতে হবে। দ্বিতীয়ত, জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি কার্ড কার্যক্রম চালু করার দাবি জানানো হয়। তৃতীয়ত, জাতীয় সংসদে প্রবাসীদের জন্য আসন বরাদ্দ করার বিষয়টি তোলা হয়।
এছাড়াও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশন এবং কনসুলেটগুলিতে সেবা মান বৃদ্ধি করারও দাবি করা হয়।
বক্তারা বলেন, যদি কোনো প্রবাসীর দ্বৈত নাগরিকত্ব থাকে, তাহলে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। আরও একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, বিদেশে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বৈধতার প্রক্রিয়া সহজতর করার জন্য বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে। এছাড়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট সিন্ডিকেট ভেঙে টিকিটের সঠিক মূল্য নির্ধারণের দাবি জানানো হয়।
আয়েবা সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনুর পরিচালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, রানা তাসলিম উদ্দিন, সুলতান হোসেন, কার্যকরী পরিষদ সদস্য টি এম রেজা, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, কামাল মিয়া, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, আজহারুল হক ফেরদৌস, নূরুল আমিন এবং বাংলাদেশ কো-অর্ডিনেটর তানবির সিদ্দিকীসহ ইউরোপের বিভিন্ন দেশের আয়েবা নেতারা।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী বাংলাদেশিদের অধিকারের পক্ষে একত্রিত হওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ সরকারের কাছে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানান। আয়েবার এ উদ্যোগ ইউরোপে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির প্রমাণস্বরূপ উল্লেখ করা হচ্ছে।
repoter