ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০৩:৫৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

আন্দোলন স্থগিত করে স্বাস্থ্যসেবায় ফিরছেন ইন্টার্ন চিকিৎসকরা

repoter

প্রকাশিত: ০৫:৫৩:০৯অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৫:৫৩:০৯অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ২৯ ডিসেম্বর: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে চলমান আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। আপাতত ৩০ হাজার টাকার ভাতা মেনে নিয়ে তারা স্বাস্থ্যসেবায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আগামী জুলাই মাস থেকে এই ভাতা ৩৫ হাজার টাকায় উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। আন্দোলনরত চিকিৎসকরা এই আশ্বাস মেনেই আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন।

রবিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে সরকারপক্ষ এবং আন্দোলনকারী চিকিৎসকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চিকিৎসকদের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ আরও কয়েকজন। এছাড়াও, বৈঠকে জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান এবং যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব উপস্থিত ছিলেন।

রবিবার সকালে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা শাহবাগ মোড় অবরোধ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন পর্যায়ে দাবি তুলে ধরলেও সমস্যার সমাধান হয়নি। সমাধানের আশায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারীরা বলেন, চিকিৎসকরা দিনের পর দিন হাসপাতালগুলোতে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। তারা কোনো পক্ষের দালালি করেন না, বরং নিজেদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছেন।

এর আগে গত ২২ ডিসেম্বর ৫০ হাজার টাকার ভাতা দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন ট্রেইনি চিকিৎসকরা। সেই সময় সরকার তাদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার ঘোষণা দেয়। তবে এই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিৎসকরা। তাদের দাবি ছিল, ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করতে হবে এবং এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

ট্রেইনি চিকিৎসকরা সরকারকে ২১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। দাবি না মানা হলে ১৩ হাজার পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন। তবে সরকারের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন তারা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ৩০ হাজার টাকার ভাতা মেনে কাজ চালিয়ে যাবেন চিকিৎসকরা। আগামী জুলাই মাস থেকে এই ভাতা ৩৫ হাজার টাকায় উন্নীত করা হবে বলে সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। এই আশ্বাসে আন্দোলন স্থগিত করে তারা হাসপাতালগুলোতে ফিরছেন।

repoter