ঢাকা,  রবিবার
১৬ মার্চ ২০২৫ , ০৩:২১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপত্তায় চালু হলো ‘হেল্প’ অ্যাপ * আরাকান আর্মির হাত থেকে ২৬ জেলেকে উদ্ধার করে আনল বিজিবি * জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সৌজন্য সাক্ষাৎ * লাইটার জাহাজ সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের আইনি লড়াই: নীতিমালা বাস্তবায়নে বারবার বাধা * বাঘাবাড়ী বন্দরে রাতের আঁধারে তেল চোরাচালানের মহাযজ্ঞ: সরকারের বছরে শত শত কোটি টাকার ক্ষতি * ব্যাংক হিসাবের কোটিপতির সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ হাজার * শিশু মৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের * প্রশাসনের গাফিলতিতে অপরাধীদের প্রশ্রয় পাচ্ছে: রিজভী * আজিমপুরে চিরনিদ্রায় শায়িত হবেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক * বনশ্রীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

‘আমরা ইসরায়েলের দালাল নই’: মার্কিন দূত

repoter

প্রকাশিত: ০৯:৩৩:৫৭অপরাহ্ন , ১০ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩৩:৫৭অপরাহ্ন , ১০ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের জিম্মিবিষয়ক দূত অ্যাডাম বোহলার স্পষ্ট ভাষায় বলেছেন, ‘আমরা ইসরায়েলের দালাল নই।’ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার বিষয়ে ইসরায়েলের সমালোচনার জবাবে তিনি এ মন্তব্য করেন।

রোববার (৯ মার্চ) মার্কিন ও ইসরায়েলি একাধিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বোহলার এ বিষয়ে কথা বলেন। ইসরায়েলি কর্মকর্তারা হামাস নেতাদের সঙ্গে তার সরাসরি বৈঠকের বিষয়ে অসন্তোষ প্রকাশ করায় তিনি প্রতিক্রিয়া জানান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বোহলার ইসরায়েলের ক্ষোভ বুঝতে পারলেও যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থ রয়েছে বলে উল্লেখ করেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও কৌশলগতবিষয়কমন্ত্রী রন ডারমারের সঙ্গে আলোচনা করেছেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বোহলার বলেন, ‘আমি রনের সঙ্গে কথা বলেছি এবং তার উদ্বেগের প্রতি আমরা সহানুভূতিশীল। তবে হামাস প্রসঙ্গে বলতে চাই, তাদের মাথায় শিং গজায়নি। তারা আসলে আমাদের মতোই মানুষ, বেশ ভালো লোক।’

রন ডারমারের প্রতিক্রিয়াকে ইঙ্গিত করে বোহলার বলেন, ‘সে আমাকে চেনে না এবং এখানে (হামাসের সঙ্গে আলোচনায়) বড় ধরনের ঝুঁকি আছে। তিনি এমন এক দেশে থাকেন, যেখানে নির্দিষ্ট কিছু দৃষ্টান্ত স্থাপন করা হলে, তা অন্য অনেক মানুষের ক্ষতি বা উপকার করতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘তাই, আমি ইসরায়েলের অস্বস্তি ও উদ্বেগের কারণ বুঝতে পারি। তবে এটাও মনে রাখতে হবে, আমরা যুক্তরাষ্ট্র। আমরা ইসরায়েলের কোনো দালাল নই। আমাদের নিজস্ব স্বার্থ রয়েছে। আমরা পারস্পরিক যোগাযোগ করেছি এবং নির্দিষ্ট কিছু সীমারেখার মধ্যে থেকেই কাজ করছি।’

বোহলারের এই বক্তব্য ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তারা বলেন, ‘আমরা অবাক হয়েছি যখন বোহলার বললেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দালাল নয়।’

বর্তমানে কাতার ও মিসরের মধ্যস্থতায় চলমান পরোক্ষ আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মূল লক্ষ্য হলো গাজায় এখনো আটক থাকা মার্কিন নাগরিকদের মুক্ত করা। বোহলার বলেন, ‘আমরা দুই সপ্তাহ শুধু বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম না। এখন বাস্তব সম্ভাবনা দেখা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিছু অগ্রগতি হতে পারে এবং জিম্মিদের বাড়ি ফিরতে দেখা যেতে পারে।’

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ বোহলারের কাছে জানতে চায়, ‘বাস্তবতা বিবেচনায় হামাস শেষ পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে এবং গাজার রাজনৈতিক ভবিষ্যতে আর কোনো ভূমিকা রাখবে—এমনটা কী সম্ভব?’ উত্তরে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এটি সম্ভব।’

বোহলারের এই মন্তব্য ও যুক্তরাষ্ট্রের হামাসের সঙ্গে সরাসরি আলোচনা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ইসরায়েলের কঠোর সমালোচনার মুখেও যুক্তরাষ্ট্র জিম্মিদের মুক্তির বিষয়ে সরাসরি যোগাযোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

repoter