ঢাকা,  শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫ , ০২:০৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল * গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, দেশে–বিদেশে উদ্বেগ * ঢাকা–দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা, আজ চালু থাকছে ভারতীয় ভিসা কেন্দ্র * ৬৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ, বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে গতি আনছে সরকার * যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ ফিরিয়ে আনছেন ট্রাম্প, সমালোচনার কেন্দ্রে ভেনেজুয়েলা অভিযান * পাবনার বেড়ায় স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ব্যবসায়ীরা আতঙ্কিত * যুক্তরাষ্ট্রের নতুন ভেনেজুয়েলা অভিযান: মাদুরো সরকারের ওপর চাপ বাড়ছে * ট্রাম্পের ২৮ দফা শান্তি পরিকল্পনা: ইউক্রেন–রাশিয়া যুদ্ধ বন্ধে নতুন জটিলতা * গুম ও মানবতাবিরোধী অভিযোগে ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে * বিএনপির ৪০টির বেশি আসনে মনোনয়নসংক্রান্ত অসন্তোষ, কেন্দ্রীয় নেতৃত্ব ব্যস্ত সমাধান খুঁজতে

"আমাকে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক বলবেন না": তারেক রহমান

repoter

প্রকাশিত: ০৯:২০:৩৩অপরাহ্ন , ১৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:২০:৩৩অপরাহ্ন , ১৯ নভেম্বর ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ছবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “একজন সহকর্মী ও নেতা হিসেবে অনুরোধ করছি, আজ থেকে আমার নামের সঙ্গে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক শব্দগুলো ব্যবহার করবেন না।”

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি" শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় তিনি ৩১ দফা সংস্কার, দেশের ভবিষ্যৎ শাসনব্যবস্থা, বেকারত্ব দূরীকরণসহ নানা বিষয়ে আলোচনা করেন এবং দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

গার্মেন্টস ও রেমিট্যান্সের বাইরেও সম্ভাবনা

তারেক রহমান বলেন, “বাংলাদেশের গার্মেন্টস ও রেমিট্যান্স শিল্পের বাইরে নতুন কর্মমুখী সেক্টর তৈরির বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা চাই, সরকারিভাবে এমন উদ্যোগ নেওয়া হোক, যেখানে আউটসোর্সিংয়ে আরও বেশি মানুষ যুক্ত হতে পারে। এটি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবে।”

তিতুমীর কলেজ ছাত্রদলের এক নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে কোনো সংস্কারই কার্যকর হবে না। ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। সরকার বা বিরোধী দল, এমপি বা মন্ত্রী—যে-ই হোক, সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।”

বেকারত্ব দূরীকরণে নতুন সেক্টর

তিনি বলেন, “দেশে এক কোটিরও বেশি বেকার রয়েছে। গার্মেন্টস ও রেমিট্যান্সের বাইরে নতুন সেক্টর তৈরির সম্ভাবনা রয়েছে। তবে রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়। সমস্যা ধীরে ধীরে কমিয়ে আনা হবে। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, ভালো কিছু অর্জন করতে সক্ষম হব।”

৩১ দফার বাস্তবায়নে আহ্বান

তারেক রহমান ৩১ দফার পরিকল্পনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের উঠান বৈঠক করার আহ্বান জানান। তিনি বলেন, “এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে।”

কর্মশালায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের মতামত ব্যক্ত করেন।

repoter