ঢাকা,  বৃহস্পতিবার
৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ রবিবার * প্রতিযোগী না হয়ে প্রতিপক্ষ হলে ক্ষতিই নিজেদের: পঞ্চগড়ে সারজিস আলম * জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের পাশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক * ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল * শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে * “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি” — পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় ধর্ম উপদেষ্টার উচ্ছ্বসিত প্রশংসা * চা শ্রমিকদের পাশে সিলেটের ডিসি — দুর্দশায় ত্রাণ নিয়ে হাজির প্রশাসন * সাত বছর পর পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া * মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মৃত্যুর আশঙ্কা * আগামীকাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ২ ঘণ্টার লেনদেন

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

repoter

প্রকাশিত: ০৭:৫৭:২৬অপরাহ্ন , ১২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:৫৭:২৬অপরাহ্ন , ১২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী বর্ণিল আয়োজনের মাধ্যমে গত শুক্রবার (১০ জানুয়ারি) আইইউবিএটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই অনুষ্ঠান প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।

পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা গান, আড্ডা, স্মৃতিচারণ এবং বিভিন্ন গল্পের মাধ্যমে তাদের ক্যাম্পাস জীবনের দিনগুলোকে ফিরে পেয়েছেন। সকলের একটাই পরিচয়—তারা সবাই আইইউবিটিয়ান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের সফলতার গল্প শোনা, আইইউবিএটির বিগত বছরের উন্নয়নের আলোকচিত্র প্রদর্শনী, এবং সন্ধ্যায় আয়োজিত জমকালো সাংস্কৃতিক পরিবেশনা।

বিকেলে বিশেষ আলোচনায় সভাপতিত্ব করেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহমুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, এবং প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিসের পরিচালক একেএম শরফুদ্দীন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি ইঞ্জিনিয়ার মো. তানভীর রায়হান, যিনি বর্তমানে ডেলবার্গ সিমেন্ট মেটেরিয়ালস বাংলাদেশ পিএসসির জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত।

অনুষ্ঠানের মূল পর্বে ২০২৫-২০২৬ সালের জন্য ৭৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আরিফ মো. শাহেদ ইকবাল। উপদেষ্টা প্যানেলে আরও থাকবেন ড. এ কে এম পারভেজ ইকবালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার মো. জোয়ারদার ফাহাদ বিন সহিদ (পল্লব)।

অনুষ্ঠান শেষে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ড. এ কে এম পারভেজ ইকবাল এই সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আইইউবিএটি বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা ১৯৯১ সালে শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উত্তরা এলাকায় ২০ বিঘা জমির নিজস্ব ক্যাম্পাসে ৬টি অনুষদে ১৪টি প্রোগ্রাম চালু রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শিক্ষার্থীরাও নিয়মিত এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

repoter