
ছবি: ছবি: সংগৃহীত
বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন এবং সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি এই চিঠিতে নিরাপত্তা ব্যবস্থার অগ্রগতি জানাতেও বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ প্রতিটি আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বাসভবন ও গাড়ি, এবং সংশ্লিষ্ট কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে গৃহীত ব্যবস্থার বিস্তারিত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেশের সব আদালত ও ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আদালতে ঘটে যাওয়া সহিংস ঘটনার কথা উল্লেখ করা হয়।
চিঠিতে জানানো হয়, ঢাকা মহানগর দায়রা জজ আদালত এবং খুলনা জেলা জজ আদালতে সম্প্রতি বোমা হামলা হয়েছে। এর আগে কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় এক বিচারপ্রার্থীকে হত্যা করা হয়। এসব ঘটনায় বিচারকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিচার ব্যবস্থা নির্বিঘ্নভাবে পরিচালনা করতে বিচারকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
প্রধান বিচারপতি ইতোমধ্যে দেশের সব আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে এসব স্থানে সার্বক্ষণিক পুলিশি পাহারা ও প্রয়োজনীয় পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণ এবং সংশ্লিষ্ট স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
repoter